‘শচীন সেরা ব্যাটসম্যান, কিন্তু ক্যালিস গ্রেটেস্ট’

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৫ জুন ২০২০, ২৩:০৯
অ- অ+

সেরা ব্যাটসম্যানের শিরোপা শচীন টেন্ডুলকারের মাথায় বসালেও তাঁকে ‘গ্রেটেস্ট কমপ্লিট ক্রিকেটার’ বলে মনে করেন না ব্রেট লি। সেই সম্মান এক প্রোটিয়াকে দিচ্ছেন অস্ট্রেলিয়ার সাবেক পেসার।

ক্রিকেট জীবনে অনেক ব্যাটসম্যানের মুখোমুখি হয়েছেন ব্রেট লি। কিন্তু তাঁকে শাসন করার মতো ব্যাটসম্যান খুব বেশি দেখেননি। আর এদের মধ্যই সেরা ব্যাটসম্যান হিসেবে বেছে নিয়েছেন ‘মাস্টার ব্লাস্টার’ শচীনকে।

জিম্বাবুয়ের সাবেক ক্রিকেটার পমি বাঙ্গোয়াকে তিনি বলেছেন, ‘শচীনের কথাই মনে হচ্ছে। কেন শচীন? তার কারণ, শচীন বাড়তি সময় পেত। গ্রেট ক্রিকেটারদের বিরুদ্ধে খেলার অভিজ্ঞতা থেকে মনে হয়েছে যে, বল খেলার জন্য বেশি সময় পেত ও। পপিং ক্রিজে দাঁড়ালেও মনে হত ও যেন অতিরিক্ত সময় পাচ্ছে বল খেলার জন্য। আমার মতে, বিশ্বের সেরা ব্যাটসম্যান শচীনই।’

কিন্তু ‘গ্রেটেস্ট কমপ্লিট ক্রিকেটার’ হিসেবে দক্ষিণ আফ্রিকার সাবেক অলরাউন্ডার জ্যাক ক্যালিসকে বেছে নিয়েছেন লি। তিনি বলেছেন, ‘বরাবরই বলে এসেছি যে শচীন হল সর্বকালের সেরা ব্যাটসম্যান। কিন্তু, সেরা ক্রিকেটার হল জ্যাক ক্যালিস। আমি তো গ্যারি সোবার্সকে খেলতে দেখিনি। হ্যাঁ, হাইলাইটস অবশ্যই দেখেছি। কিন্তু যাঁদের বিরুদ্ধে খেলেছি, যাঁদের খেলতে দেখেছি, তাঁদের মধ্যে সবচেয়ে পরিপূর্ণ ক্রিকেটার অবশ্যই ক্যালিস। বোলিং ওপেন করতে যেমন পারত, তেমনই শুধু ব্যাটসম্যান হিসেবেও খেলতে পারত দলে। আর স্লিপেও প্রচুর ক্যাচ নিয়েছে।’

টেস্টে ৫৫ গড়ে ১৩ হাজারের বেশি রান রয়েছে ক্যালিসের। এক দিনের ক্রিকেটে ৪৪ গড়ে রয়েছে ১১ হাজারের বেশি রান। পেসার হিসেবে টেস্টে ৩২.৬৫ গড়ে নিয়েছেন ২৯২ উইকেট। আর এক দিনের ক্রিকেটে নিয়েছেন ২৭৩ উইকেট। সব ফরম্যাট মিলিয়ে শচীনের আবার আন্তর্জাতিক ক্রিকেটে রয়েছে ৩০ হাজারের বেশি রান। আন্তর্জাতিক ক্রিকেটে তিনি নিয়েছেন ২০১ উইকেট।

(ঢাকাটাইমস/৫ জুন/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
স্টার্কের দ্রুততম ৫ উইকেট, সাত ব্যাটসম্যানের শূন্যসহ ২৭ রানে অলআউট ওয়েস্ট ইন্ডিজ
‘জ্বলবে আগুন শহরজুড়ে, হামলা-ছিনতাই বন্ধ না হলে’ স্লোগানে শিক্ষার্থীদের মিছিল
পাকিস্তানে বৃষ্টি ও বন্যায় ১১০ জনের প্রাণহানি
এআই দিয়ে তৈরি ভিডিও নিয়ে ইউটিউবের নতুন নীতিমালা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা