বিবাহ বার্ষিকীতে ডাবল সেঞ্চুরি করেছিলেন রোহিত

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৬ জুন ২০২০, ১৭:২৭
অ- অ+

আন্তর্জাতিক ক্রিকেটে একমাত্র ভারতীয় ওপেনার রোহিত শর্মাই ৫০ ওভারের ফরম্যাটে তিনবার ডাবল সেঞ্চুরি করেছেন। এর মধ্যে তিন নম্বর দ্বিশতরান এসেছিল বিবাহবার্ষিকীর দিনে। যে ইনিংসের সময় স্ত্রী রীতিকা কিছুটা নার্ভাস হয়ে গিয়েছিলেন বলে জানিয়েছেন ‘হিটম্যান’।

২০১৭ সালের ১৩ ডিসেম্বর মোহালিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে ক্যারিয়ারের তৃতীয় দ্বিশতরান করেছিলেন ‘হিটম্যান’। শিখর ধাওয়ান ও মায়াঙ্ক আগারওয়ালের সঙ্গে ভিডিও চ্যাটে রোহিত বলেছেন, ‘আমি যখন দুশোয় পৌঁছালাম তখন আমার স্ত্রী রীতিকা আবেগপ্রবণ হয়ে পড়েছিল। ওর চোখে জল এসে গিয়েছিল। আমার বিবাহবার্ষিকীর দিন ছিল সেটা। সেই কারণে এটা স্পেশাল ইনিংস। এর চেয়ে ভাল উপহার দেওয়া সম্ভব ছিল না ওকে। ১৯৬ রানে আমি যখন ডাইভ দিয়েছিলাম তখন ও ভয় পেয়ে কেঁদেই ফেলেছিল। ভেবেছিল আমার হাত হয়তো মচকে গিয়েছে। চোখে জল কেন এসেছিল, পরে জিজ্ঞাসাও করেছিলাম। জানিয়েছিল, আমার চোট পাওয়ার আশঙ্কাই কাঁদার কারণ।’

সেই ইনিংসে ১৫৩ বলে ২০৮ রানে অপরাজিত ছিলেন রোহিত। মেরেছিলেন ১৩টি চার ও ১২টি ছয়। স্ট্রাইক রেট ছিল ১৩৫.৯৪। রোহিতের দাপটে প্রথমে ব্যাট করে ভারত চার উইকেট হারিয়ে তুলেছিল ৩৯২ রান। জবাবে আট উইকেট হারিয়ে ২৫১ রানে থেমেছিল শ্রীলঙ্কা। ভারত জিতেছিল ১৪১ রানে। সেই ইনিংস নিয়ে রোহিত বলেছেন, ‘সত্যি বলতে, খুব ধীরে সুস্থে খেলছিলাম। কখনই ভাবিনি যে ডাবল সেঞ্চুরি করতে পারব। কিন্তু ১২৫ পার হওয়ার পর অনুভব করলাম যে রান আসছে সহজে। মনে হল, বোলাররা চাপে রয়েছে বলে নিজে ভুল না করলে আউট হব না।’

২০১৩ সালে প্রথমবার এক দিনের ক্রিকেটে দুশোর গণ্ডি পার হয়েছিলেন রোহিত। বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে করেছিলেন ২০৯। তারপর ২০১৪ সালের নভেম্বরে ইডেনে শ্রীলঙ্কার বিরুদ্ধে করেছিলেন ২৬৪। যা এই ফরম্যাটে ব্যক্তিগত সর্বাধিক রান। তাঁর করা তিনটি ডাবল সেঞ্চুরির প্রতিটি ম্যাচেই জিতেছিল ভারত।

(ঢাকাটাইমস/৬ জুন/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জনতা ব্যাংকে বিকাশের মাধ্যমে রেমিটেন্স পরিশোধের কার্যক্রম উদ্বোধন
আইনশৃঙ্খলা রক্ষায় অপরাধীদের কঠোরভাবে দমন করতে হবে: ডিএমপি কমিশনার
খানসামায় পাটক্ষেত থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার
জুনে ডিএমপির শ্রেষ্ঠ এসি মেহেদী হাসান, ওসি ইফতেখার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা