লকডাউনে মালাইকাকে বিয়ে নিয়ে যা বললেন অর্জুন

বিনোদন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৭ জুন ২০২০, ১২:০৪
অ- অ+

বলিউড অভিনেতা অর্জুন কাপুর এবং অভিনেত্রী মালাইকা আরোরার প্রেমের কথা এখন আর কারোর অজানা নয়। তারা কবে বিয়ে করবেন এনিয়ে মানুষের কৌতুহলের অন্ত নেই। বর্তমানে অর্জুন-মালাইকা একসঙ্গেই থাকেন বলেও শোনা যায়। কিন্তু বিয়েটা কবে করছেন বলিউডের এই লাভবার্ড?

সম্প্রতি, ফের উঠে এসেছে অর্জুন মালাইকার বিয়ের খবর। গত ১৯ এপ্রিল অর্জুন মালাইকা বিয়ে করবেন বলেও একটি খবর ছড়িয়ে পড়ে যদিও ১৯ এপ্রিল পার হয়ে গিয়েছে। তারা এখনও বিয়ে করেননি। পর শোনা যায় অর্জুন-মালাইকা নাকি এই জুনেই বিয়ে করবেন। এমনকি কিছু কিছু ওয়েব পোর্টালে তাদের বিয়ের অতিথি তালিকাও বের হয়েছিল। তবে সম্প্রতি একটি সাক্ষাৎকারে এবিষয়ে নিজেই মুখ খুলেছেন অর্জুন কাপুর। তিনি বলেন, 'আমার বয়স এখন ৩৩। আর আমার বিয়ে নিয়ে কোনো তাড়াহুড়ো নেই।'

অর্জুন বলেন, 'আমার বিয়ের ব্যপারটা এমন বিষয় নয় যে এটাকে নিয়ে আমি কথা বলতে চাই। তবে যদি আমি বিয়ে করি, তবে সকলে অবশ্যই জানতে পারবেন। এটা নিয়ে আমার লুকনোর কিছু নেই। এই যে আমার বিয়ে নিয়ে জল্পনা, এটা খুবই বিরক্তিকর। এনিয়ে আমার সবসময় উত্তর দিতেও ভালো লাগে না। এগুলি পুরোটাই গুজব। লোকজন তাই এখন হয়ত বিশ্বাসও করে না। তবে এটা নিয়ে কারোর বিরুদ্ধে আমার কোনও অভিযোগও নেই।'

তবে মালাইকা যে তার জীবনে ভীষণই গুরুত্বপূর্ণ সেকথা আগে স্বীকার করে নিয়েছিলেন অর্জুন।

ঢাকা টাইমস/০৭জুন/একে

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এনবিআরের আরও ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বরখাস্ত
প্রতিবন্ধী শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিতে শিক্ষা উপদেষ্টার আশ্বাস
তেহরিক-ই-তালেবান পাকিস্তানের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে আরও একজন গ্রেপ্তার
বনানীতে পথশিশু ধর্ষণের ঘটনায় অভিযুক্ত যুবক গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা