সোশ্যাল মিডিয়ার সংযত ব্যবহারের অনুরোধ রমিজের

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৭ জুন ২০২০, ১২:৫৩| আপডেট : ০৭ জুন ২০২০, ১৭:৩৯
অ- অ+

সাম্প্রতিক সময়ে সাবেক তো বটেই বর্তমান ক্রিকেটাররাও মজেছেন ইউটিউব চ্যানেলে। বাড়তি আয়ের পাশাপাশি নিজের একান্ত মতাত ব্যক্ত করার সহজ মাধ্যম বলা হয় এটিকে। পাকিস্তানি সাবেক ক্রিকেটার ও বর্তমান ধারাভাষ্যকার রমিজ রাজা ইউটিউবে নিয়মিত বেশ লম্বা সময় ধরে। তাকে অনুসরণ করে এ পথে আসা বর্তমান ও সাবেক ক্রিকেটারদের জন্য রমিজ রাজা দিয়েছেন বিশেষ পরামর্শ।

অহেতুক কাদা ছোড়াছুঁড়ি করে পাকিস্তানের ভাবমূর্তি নষ্ট না করার আর্জিও জানিয়েছেন তিনি। জনপ্রিয় এই ধারাভাষ্যকার বলেন ইলেক্ট্রনিক ও ডিজিটাল মিডিয়াতে নিজের মতামত ব্যক্ত করার ক্ষেত্রে সচেতনতা অবলম্বন জরুরী।

সাবেক পাকিস্তানি এই ক্রিকেটার বলেন, ‘মাইক্রোফোন একটি শক্তিশালী মাধ্যম। যা কারও প্যান্ট টেনে নামাতে দুই সেকেন্ড সময় লাগায়। তাই আমাদের খুব সতর্ক হওয়া দরকার। সম্মান দেওয়া প্রয়োজন এবং হজম করা যাবে এমন কথা বলতে হবে।’

দিন কয়েক আগে নেতিবাচক মন্তব্য করে পাকিস্তান ক্রিকেট বোর্ডের সমালোচনার শিকার হন শোয়েব আখতার। সাবেক এই গতি তারকার বিরুদ্ধে সাইবার ক্রাইম মামলাও করা হয়েছে। ঐ প্রসঙ্গ টেনে ৫৭ বছরবয়সী এই ধারাভাষ্যকার বলেন, ‘আমি এসব বলছি কারণ পাকিস্তান ক্রিকেট বোর্ড একজন বা দুইজনের বিরুদ্ধে সাইবার অপরাধে মামলা রেছে। কিছু লোক সীমানা ছাড়িয়ে গিয়েছে, কারণ আপনি যখন হতাশ হবেন তখনই নিজেকে জাহির করবেন। তবে এটি করার ভিন্ন উপায় আছে।’

সাবেক ক্রিকেটারদের গঠনমূলক সমালোচনা করা উচিত বলে মনে করেন রমিজ রাজা, ‘অনেক সাবেক ক্রিকেটার ইউটিউব চ্যানেল খুলছেন। দয়া করে এমনভাবে মন্তব্য করুন যাতে এটি ব্যক্তিগতভাবে কাএক আঘাত না করে।’

‘প্রতিটি সাবেক-বর্তমান ক্রিকেটারের রুটি রুজি নির্ভর করে ক্রিকেটের উপরই। পাকিস্তান ক্রিকেট গত এক মাসে এসবের জন্য ভুল শিরোনামে হয়েছে যা তার ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে। আপনি সমালোচনা করতে পারেন কারণ সিস্টেমে ত্রুটি আছে কিন্তু সেটা অবশ্যই বুদ্ধিমত্তার সাথে।’

(ঢাকাটাইমস/০৭ জুন/এআইএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আইনশৃঙ্খলা রক্ষায় অপরাধীদের কঠোরভাবে দমন করতে হবে: ডিএমপি কমিশনার
খানসামায় পাটক্ষেত থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার
জুনে ডিএমপির শ্রেষ্ঠ এসি মেহেদী হাসান, ওসি ইফতেখার
১৫ লাখ সরকারি চাকরিজীবী পাবেন উচ্চতর গ্রেড, আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা