কোটি টাকার সম্পত্তি দুই হাতিকে দিয়ে যেতে চান মালিক

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১০ জুন ২০২০, ১৪:৫৯
অ- অ+

সম্প্রতি ভারতে একটি হাতির মৃত্যু নিয়ে সরগরম হয়ে উঠেছিল সামাজিক যোগাযোগ মাধ্যম। এবারও ভারতের বিহারের একটি ঘটনা সামনে এসেছে। তবে সেটি দুঃখের নয়। এক ব্যক্তি তাঁর নিজের কোটি টাকার সম্পত্তি দিয়ে যেতে চান দুই হাতিকে।

ওই ব্যক্তির নাম আখতার ইমাম। তিনি ভারতীয় সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া একটি স্বাক্ষাৎকারে বলেছেন, মানুষের চেয়ে অন্য প্রাণী বিশ্বস্ত। হাতিগুলো তার সন্তানের মতো এবং তিনি তাদের ছাড়া বাঁচতে পারবেন না।

যে হাতি দুটির কথা বলা হচ্ছে তাদের নাম মোতি ও রাণি। মোতির বয়স ১৫ ও রাণির ২০। তারা সবসময়ই আখতারের সঙ্গে রয়েছে। আখতার একটি অলাভজনক সংস্থা পরিচালনার করেন, যেটি হাতিদের দেখাশোনা করে। তিনি বলেন, তার মৃত্যুর পর যাতে হাতিদুটির কোনো কষ্ট না হয়, তাই তিনি তার কয়েক কোটি টাকার জমি দিয়ে যাবেন।

রিপোর্ট বলছে, বিভিন্ন সময় হাতিরা আখতারকে স্থানীয় গুন্ডাদের আক্রমণ থেকে বাঁচিয়েছিল। আখতার জানিয়েছে, একবার তাকে খুন করার চেষ্টা হয়েছিল। পিস্তলযুক্ত কয়েকজন লোক তার ঘরে ঢোকার চেষ্টা করতেই হাতিরা তাকে সতর্ক করে দেয় ও সে অ্যালার্ম বাজালে দুষ্কৃতীরা পালিয়ে যায়।

ঢাকা টাইমস/১০জুন/একে

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হলুদ সাংবাদিক আয়ান শর্মার গ্রেপ্তার দাবি সনাতনী সমাজের
রাজশাহী জোনে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি’র এন্টি-মানিলন্ডারিং ও সন্ত্রাসীকার্যে অর্থায়ন প্রতিরোধ কর্মশালা
এনআরবিসি ব্যাংকের রংপুর জোনে টাউন হল মিটিং অনুষ্ঠিত
আইনশৃঙ্খলা-অর্থনীতি ভালো, ফেব্রুয়ারিতে সুন্দর নির্বাচন হবে: ধর্ম উপদেষ্টা.
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা