গফরগাঁওয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে গৃহবধূর আত্মহত্যা

ময়মনসিংহ প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ১৭ জুন ২০২০, ২৩:১৪ | প্রকাশিত : ১৭ জুন ২০২০, ২৩:০৭

ময়মনসিংহের গফরগাঁওয়ে এক গৃহবধূ একাধিকবার ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেও সফল হতে পারেননি। অবশেষে আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করেন তিনি। ঘটনাটি ঘটে বুধবার সকাল সাড় ১০টার দিকে ঢাকা-ময়মনসিংহ রেলপথের গফরগাঁও উপজেলার মাইজহাটি এলাকায়।

নিহত ওই গৃহবধূর নাম আসিসা বেগম (৫৫)। তিনি উপজেলার বারবাড়িয়া ইউনিয়নের মাইজহাটি গ্রামের নিজাম উদ্দিনের স্ত্রী। নিহত ওই নারী কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানা গেছে।

স্থানীয়রা বলছে, আনিসা বেগম দীর্ঘদিন যাবৎ মানসিক ভারসাম্যহীন ছিলেন। তিনি আগেও একাধিকবার একইস্থানে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন। পরে পরিবারের লোকজন টের পেয়ে ফিরিয়ে আনেন।

গফরগাঁও জিআরপি ফাঁড়ির ইনচার্জ শহীদুল্লাহ হিরো জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

(ঢাকাটাইমস/১৭জুন/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :