রশিদ খানের মাতৃবিয়োগে সমবেদনা জানালেন শচীন

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২০ জুন ২০২০, ১১:৫২

বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়া পোস্টের মধ্যে দিয়ে মাতৃবিয়োগের খবর সম্পর্কে অনুরাগীদের জ্ঞাত করেছিলেন আফগানিস্তানের তরুণ লেগ-স্পিনার রশিদ খান। শুক্রবার সোশ্যাল মিডিয়া পোস্টে আফগান ক্রিকেটারকে সান্ত্বনা জানালেন ব্যাটিং গ্রেট শচীন টেন্ডুলকার।

বৃহস্পতিবার মাতৃবিয়োগের কথা অনুরাগীদের জানিয়ে আফগান অল-রাউন্ডার লেখেন, ‘তুমি আমার আশ্রয় ছিলে মা। আমার ঘর ছিল না কিন্তু তুমি ছিলে। আমি এখনও বিশ্বাস করতে পারছি না তুমি আর আমার সঙ্গে নেই। তোমাকে আজীবন মিস করব। শান্তিতে ঘুমিও মা।’

শুক্রবার রশিদের সেই টুইটের প্রত্যুত্তরে মাস্টার-ব্লাস্টার তাকে সান্ত্বনা দিয়ে লেখেন, ‘যারা আমাদের নিঃস্বার্থ ভালোবাসে তাদের হারানোর যন্ত্রণা মেনে নেওয়া অসম্ভব হয়ে দাঁড়ায় আমাদের জন্য। তোমার মা নিশ্চয় উপর থেকে তোমার খেলা দেখবেন রশিদ। তোমার প্রতি এবং তোমার পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা রইল। উনার আত্মার শান্তি কামনা করি।’

শুধু টেন্ডুলকার নন, কঠিন সময়ে আফগান ক্রিকেটারের পাশে দাঁড়িয়েছেন ক্রিকেট জগতের অনেকেই। আইপিএলে রশিদের ফ্র্যাঞ্চাইজি সানরাইজার্স হায়দরাবাদ জানিয়েছে, ‘কঠিন সময়ে রশিদ খান এবং তার পরিবারকে আমাদের সমবেদনা। শক্ত থেকো রশিদ। উনার আত্মার শান্তি কামনা করি।’ ফ্র্যাঞ্চাইজি দলে তার সতীর্থ ঋদ্ধিমান সাহা টুইটারে লিখেছেন, ‘তোমার প্রতি সান্ত্বনা। উনার আত্মার শান্তি পাক। শক্ত থেকো।’

২০১৮ ডিসেম্বরে বিগ ব্যাশ চলাকালীন বাবার মৃত্যু সংবাদ পেয়েছিলেন রশিদ। কিন্তু বাবাকে সম্মান জানিয়ে খেলা চালিয়ে গিয়েছিলেন এক নম্বর টি-২০ বোলার। পরে রশিদ জানিয়েছিলেন মা, ভাইসহ পরিবারের বাকিরা তাকে খেলা চালিয়ে যেতে বলেছিল। ‘ওরা আমাকে বারংবার বলেছিল তুই ওখানেই থাক। আমাদের জন্য তোর খেলা চালিয়ে যাওয়া দরকার। বাবার জন্য খেলাটা চালিয়ে যা।’ এভাবেই পিতৃবিয়োগের পর পরিবারের সবাই আমাকে স্ট্রাইকার্সের হয়ে খেলা চালিয়ে যেতে বলেছিল বলে জানিয়েছিলেন রশিদ।

(ঢাকাটাইমস/২০ জুন/এআইএ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :