করোনার উপসর্গ নিয়ে সাতক্ষীরায় কৃষকের মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২২ জুন ২০২০, ১১:১৯
অ- অ+

প্রাণঘাতী ভাইরাস করোনার উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলশনে গোলাম রব্বানী নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। রবিবার দিবাগত রাত দেড়টার দিকে তিনি মারা যান।

গোলাম রব্বানী কলারোয়া উপজেলার গোয়ালচাতর গ্রামের জাহাবক্স দালালের ছেলে।

সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. জয়ন্ত সরকার জানান, ডায়েরিয়া ও শ্বাসকষ্ট নিয়ে রবিবার কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন কৃষক গোলাম রব্বানী। অবস্থার অবনতি হওয়ায় রাত ১১টার দিকে তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত দেড়টার দিকে তিনি মারা যান।

তার করোনার নমুনা সংগ্রহ করা হয়েছে বলে জানান ডা. জয়ন্ত সরকার। এখন তার বাড়ি লকডাউন করার প্রস্তুতি চলছে।

গোলাম রব্বানীকে নিয়ে সাতক্ষীরায় করোনার উপসর্গে এ পর্যন্ত মোট ১৭ জনের মৃত্যু হলো। তবে তাদের মধ্যে ১৫ জনের করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে। সাতক্ষীরা জেলায় আজ পর্যন্ত মোট ৯৫ জনের করোনা শনাক্ত হয়েছে।

ঢাকাটাইমস/২২জুন/প্রতিনিধি/এমআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বৃহস্পতিবার সারাদেশে বিক্ষোভের ডাক এনসিপির
রাজনৈতিক কারণে পাঠ্যবইয়ে জায়গা হয়নি শহীদ ওয়াসিমের: নাছির
ষড়যন্ত্র করে নির্বাচন আটকানো যাবে না, রাজপথেই নির্বাচন আদায় করব: সপু
দেশবাসী প্রস্তুতি নেন, গোপালগঞ্জকে আবুসাইদগঞ্জ বানাতে হবে: রাশেদ প্রধান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা