মাদকাসক্ত ছেলের বটির কোপে প্রাণ গেল মায়ের

মুন্সীগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৬ জুন ২০২০, ২২:১৪
অ- অ+

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে মাদকাসক্ত ছেলের বটির কোপে তাসলিমা বেগম (৪৫) নামে মায়ের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকালে উপজেলার নেত্রাবতী পুরাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ছেলে মানিককে ঘটনাস্থল থেকে আটক করেছে পুলিশ।

এ দিকে এ ঘটনায় অপর আহত নিহতের বোন শামসুল নাহারকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সরজমিনে ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে তাসলিমা বেগম তার বাবার বাড়ি পুরাপাড়ায় বেড়াতে আসে। বিকালে পূর্বে বেড়াতে আসা তার বেকার মাদকাসক্ত পুত্র মানিককে মাদক ছেড়ে কাজকর্ম করার তাগিদ দিলে মায়ের সাথে বাকবিতণ্ডার একপর্যায় রান্না ঘরে থাকা বটি দিয়ে মাকে এলোপাথাড়ি কোপায় মানিক। এসময় তাসলিমার বোন শামসুল নাহার এগিয়ে আসলে তাকেও কোপায় মানিক। মুমূর্ষু তাসলিমার চিৎকারে বাড়ির লোকজন এগিয়ে এসে মানিককে থামায়। পরে স্থানীয়দের সহযোগিতায় শামসুল নাহারকে প্রথমে টঙ্গীবাড়ী ও পরে ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়।

অতিরিক্ত পুলিশ সুপার ( অপরাধ ও প্রশাসন) মাহফুজ আফজাল জানান, ঘটনার পরপরই ছেলে মানিককে গ্রেপ্তার করা হয়েছে, ঘটনাস্থল পরিদর্শন করা হয়ে হয়েছে। সঠিক কি কারণে এই হত্যাকাণ্ড তা তদন্ত করে দেখা হবে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

(ঢাকাটাইমস/২৬জুন/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পাকিস্তানে বৃষ্টি ও বন্যায় ১১০ জনের প্রাণহানি
এআই দিয়ে তৈরি ভিডিও নিয়ে ইউটিউবের নতুন নীতিমালা
এবার এনসিপির ‘কলম’ ও ‘মোবাইল ফোন’ মার্কা নিয়ে টানাটানি
সৌদিতে বিদেশি পর্যটক ও ভ্রমণকারীদের জন্য নতুন ড্রাইভিং নির্দেশনা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা