ভালুকায় শ্রমিকের লাশ উদ্ধার
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি, ঢাকাটাইমস
প্রকাশিত : ২৭ জুন ২০২০, ১৯:২৬

ময়মনসিংহের ভালুকায় মাসুদ মিয়া (২০) নামে এক শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। তিনি স্থানীয় এফএসএস পেপার কুন মিলের শ্রমিক ছিলেন। শনিবার সকালে উপজেলার ভরাডোবা নিশিন্দা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশ থেকে এ লাশ উদ্ধার করে ভালুকা মডেল পুলিশ।
নিহত মাসুদ মিয়া জেলার ত্রিশাল উপজেলার সিংরাইল গ্রামের খায়রুল ইসলামের ছেলে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন জানান, সকালে মাসুদ মিয়ার লাশ মহাসড়কের পাশে পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
ঢাকাটাইমস/২৭জুন/পিএল

মন্তব্য করুন