বেসরকারি হাসপাতাল খুলে দেয়ার দাবিতে চট্টগ্রামে মানববন্ধন

চট্টগ্রাম ব্যুরো, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৭ জুন ২০২০, ২২:৪০

করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিতকরণ ও বেসরকারি হাসপাতাল, ক্লিনিক খুলে দেয়ার দাবিতে চট্টগ্রাম নাগরিক অধিকার বাস্তবায়ন পরিষদের উদ্যোগে মানববন্ধন হয়েছে। কর্মসূচিতে অংশ নিয়ে বক্তারা বলেছেন, করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবাতো দূরের কথা বরং সাধারণ রোগীদের প্রতি চিকিৎসক সমাজ বিমাতাসূলভ আচরণ করে চলেছেন।

তারা বলেন, মানবিক বিবেচনায় চিকিৎসকদের সাধারণ রোগীদের সেবা দিতে হবে। তাদের পাশে থাকতে হবে।

বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, চিকিৎসকদের বিমাতাসূলভ আচরণ অব্যাহত থাকলে তাদের ব্যবসা প্রতিষ্ঠান বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকের সরকারি সনদপত্র ও লাইসেন্স বাতিল করতে হবে।

আয়োজক সংগঠনের উপদেষ্টা অধ্যাপক জিনবোধী ভিক্ষুর সভাপতিত্বে সাধারণ সম্পাদক সৈয়দ দিদার আশরাফীর পরিচালনায় প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক খোরশেদ আলম।

বক্তব্য রাখেন সংগঠনের কার্যকরী সভাপতি আলী আহমদ শাহীন, সহ সভাপতি মো. খোরশেদ আলী মাইজভান্ডারী, মুক্তিযোদ্ধা মিজানুর রহমান মিলন, প্রণবরাজ বড়ুয়া, হাসান মুরাদ, সিনিয়র

সাধারণ সম্পাদক আওরঙ্গজেব খান সম্রাট, চট্টগ্রাম সাংবাদিক ফোরামের সভাপতি শিব্বির আহমদ ওসমান, সাধারণ সম্পাদক চৌধুরী মো. রিপন, সাংবাদিক হারুনুর রশিদ, সেলিম উদ্দিন ডিবলু, কাজী মো. আইয়ুব, ইসমাইল কোম্পানী, এমএআরএস

রাসেল, নুরুল আলম, সাথী কামাল, সোমা মুৎসুদ্দী, সাংবাদিক সি আর বিধান বড়ুয়া, সুফিয়ান সিদ্দিকী নিলয়, চন্দন পালিত, মো. তিতাস, জামাল উদ্দিন কান্টু, ওয়াহিদুল আলম রনি, রিয়াদ হোসেন প্রমুখ।

(ঢাকাটাইমস/২৭জুন/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :