ট্রাম্পের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৯ জুন ২০২০, ১৮:৫০
অ- অ+

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল ইরান। কাসিম সোলায়মানিকে হত্যার দায়ে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে বলে জানিয়েছে দেশটি। এই বিষয়ে ইন্টারপোলের সাহায্যও চেয়েছে ইরান।

গত জানুয়ারিতে বাগদাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ড্রোন হামলায় ইরানের জেনারেল কাসিম সোলেমানির মৃত্যু হয়। তারপর থেকেই আমেরিকার বিরুদ্ধে ইরানের ক্ষোভ তুঙ্গে। আর এবার দেশটি গ্রেফতারি পরোয়ানা জারি করলো খোদ মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে। খবর আল জাজিরার।

ইরানের সরকারি আইনজীবী আলী আকাসিমেহর জানিয়েছেন যে, ডোনাল্ড ট্রাম্পসহ ৩০ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। গত ৩ জানুয়ারি যে ড্রোন অ্যাটাক হয়েছিল তার জেরেই এই পরোয়ানা জারি করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে হত্যা ও সন্ত্রাসবাদের মামলা করেছে ইরান।

ট্রাম্প ছাড়া ওই তালিকায় আর কার নাম রয়েছে তা উল্লেখ করেনি তেহরানের সরকারি আইনজীবী। তবে তিনি জানিয়েছেন যে, ট্রাম্পের প্রেসিডেন্ট পদে থাকার মেয়াদ শেষ হয়ে গেলেও এই মামলা চলবে। তবে ইন্টারপোল এই বিষয়ে কি করবে তা এখনো জানা যায়নি।

তেহরানের সরকারি আইনজীবী জানিয়েছেন, এই বিষয়ে রেড নোটিশ দেয়ার জন্য ইন্টারপোলের কাছে আবেদন জানিয়েছে ইরান। রেড নোটিশ হলো ইন্টারপোলের দেওয়া সর্বোচ্চ নোটিশ। সাধারণত এই রেড নোটিশ দেওয়া হলে কোন দেশের তরফ থেকে স্থানীয় প্রশাসনিক গ্রেফতার করে অভিযুক্তকে।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির পর দেশটির সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি ছিলেন মেজর জেনারেল কাসেম সোলেমানি। তিনি ছিলেন বিপ্লবী গার্ডস বাহিনীর এলিট ইউনিট কুদস ফোর্সের প্রধান। বলা হচ্ছে, দেশের বাইরে ইরানের সামরিক ও রাজনৈতিক প্রভাব বিস্তারের চেষ্টায় সোলায়মানি ছিলেন মূল ব্যক্তি। সাম্প্রতিক বছরগুলোতে ইরানের বিদেশনীতি নির্ধারণেও তার ভূমিকা ছিল।

ঢাকা টাইমস/২৯জুন/একে

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আমরা নতুন কিছু গড়ার সক্ষমতা রাখি: প্রধান উপদেষ্টা 
শিক্ষার্থী সাম্য হত্যা: ঢাবিতে একদিনের শোক ঘোষণা, অর্ধদিবস ক্লাস-পরীক্ষা বন্ধ
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের তহবিল ঘাটতি মোকাবিলার আহ্বান পররাষ্ট্র উপদেষ্টার
জুলাই আন্দোলনের স্পিরিট ধরে রাখতে হবে: ড. মঈন খান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা