ডি সিলভাকে জিজ্ঞাসাবাদে উঠে এলো থারাঙ্গার নাম

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০২ জুলাই ২০২০, ০৯:৫৬| আপডেট : ০২ জুলাই ২০২০, ১৬:০৬
অ- অ+

২০১১ ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল ভারতের কাছে বিক্রি করে দিয়েছে শ্রীলংকা’- সম্প্রতি দেশটির সাবেক ক্রীড়ামন্ত্রী মাহিন্দানান্দা অথুলগামাগে এমন অভিযোগ আনে। তার এমন মন্তব্যের পর ২০১১ বিশ্বকাপ ফাইনাল নিয়ে তদন্তে শ্রীলংকা ক্রিকেট বোর্ড ও সেদেশের সরকার।

শ্রীলংকার পুলিশের ইন্ডিপেনডেন্ট স্পেশাল ইনভেস্টিগেশন ইউনিট ঐ ফাইনাল নিয়ে তদন্ত শুরু করেছে। তদন্তের স্বার্থে শ্রীলংকার সাবেক অধিনায়ক ও সেই সময়ের প্রধান নির্বাচক অরবিন্দ ডি সিলভাকে ছয় ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছে শ্রীলংকার পুলিশের ইন্ডিপেনডেন্ট স্পেশাল ইনভেস্টিগেশন ইউনিট। পুলিশের জিজ্ঞাসাবাদে ঐসময়ের ওপেনার উপুল থারাঙ্গার নাম বলেছেন ডি সিলভা।

সংবাদ মাধ্যমে এ কথা জানিয়েছেন শ্রীলংকার নবগঠিত ক্রীড়া সম্পর্কিত এন্টি করাপশন ইউনিটের সুপারিটেন্ডেন্ট জগৎ ফনসেকা। তিনি বলেন, ‘আমরা ম্যাচ পাতানো অভিযোগের তদন্ত শুরু করেছি। ডি সিলভার দেয়া জবানবন্দী থেকে আমরা থারাঙ্গার ব্যাপারে কিছু তথ্য পেয়েছি। আগামীকাল থারাঙ্গাকে জিজ্ঞাসাবাদ করা হবে।’

ফনসেকা আরও বলেন, ‘এ তদন্তের কাজে আমরা কিছু ইন্টেলিজেন্স রিপোর্ট সংগ্রহ করছি। পাশাপাশি কিছু আন্তর্জাতিক সূত্র ধরে কাজ করবো। বিশ্বকাপ ফাইনাল নিয়ে প্রশ্ন উঠেছে, তাই এ বিষয়ে ছাড় দেয়ার কোন সুযোগ নেই।’

দীর্ঘক্ষণ তদন্ত ইউনিটের সাথে আলোচনা সেড়ে, বের হবার পর সংবাদমাধ্যমকে কোন কিছু বলেননি ডি সিলভা।

ঐ ফাইনালে ২০ বলে ২ রান করেছিলেন থারাঙ্গা।

(ঢাকাটাইমস/০২ জুলাই/এআইএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
টঙ্গীতে মোবাইল ছিনতাই করতে গিয়ে গার্মেন্টস শ্রমিক মাহফুজকে হত্যা
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে Industry Academia Collaboration Summit-2025 শুরু
নির্বাচনি প্রতীক: নৌকা বাদ ও শাপলা তালিকাভুক্ত করার দাবি এনসিপি’র
কুষ্টিয়া পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীদের ফটকে ময়লা ফেলে কর্মবিরতি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা