সাইফউদ্দিনের দুই ওভারে সাকিবকে ২২ রান নেয়ার চ্যালেঞ্জ

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৪ জুলাই ২০২০, ০৮:৫৯
অ- অ+

করোনাভাইরাসের কারণে আপাতত ক্রিকেট বন্ধ। তাই বাংলাদেশের সব খেলোয়াড়রই যার যার বাসাতেই অবস্থান করছেন। যে যেভাবে পারছেন ফিটনেস ট্রেনিং করছেন। বর্তমানে টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান তার স্ত্রী-কন্যাদের সঙ্গে যুক্তরাষ্ট্রে রয়েছেন। আরেক অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দন ফেনীতে নিজ বাড়িতে অবস্থান করছেন।

তবে, এরই মধ্যে সাকিব আল হাসানকে এক চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন সাইফউদ্দিন। সেটি হলো, মাঠে ফিরলেই ২ ওভারে সাকিবকে ২২ রান নিতে হবে। বল করবেন সাইফউদ্দিন। আম্পায়ার থাকবেন খালেদ মাহমুদ সুজন। সাকিবও এই চ্যালেঞ্জ গ্রহণ করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সাইফউদ্দিন লিখেছেন, ‘সাকিব ভাইকে একটা চ্যালেঞ্জ অফার করলাম। আমি ২ ওভার বোলিং করবে এবং সাকিব ভাইকে ২২ রান নিতে হবে। সুজন স্যার থাকবেন আম্পায়ার হিসেবে। মজার বিষয় হলো সাকিব ভাই ও চ্যালেঞ্জ টা গ্রহণ করেছেন। যদিও সাকিব ভাই এর সমর্থক অনেক বেশি তারপরও আমার জন্য দোয়া চাচ্ছি । করোনা পরবর্তী মাঠে ফিরেই কিছুদিনের মধ্যে সাকিব ভাইয়ের প্রত্যাবর্তন উদযাপন করবে ইনশাআল্লাহ।

ক্রিকেটে এখন নিষেধাজ্ঞার সময় পার করছেন সাকিব আল হাসান। সবকিছু ঠিক থাকলে আগামী অক্টোবরে নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হবে সাকিবের। যদিও করোনার কারণে টাইগারদের ক্রিকেট মাঠে কবে ফেরা হবে সেটি এখনো অনিশ্চিত।

(ঢাকাটাইমস/৪ জুলাই/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
১২ দিনে রেমিট্যান্স এলো ১০৭ কোটি মার্কিন ডলার
নিবন্ধন স্থগিত হলেও ইসির তফসিলে থাকছে ‘নৌকা’, অন্তর্ভুক্ত হচ্ছে না ‘শাপলা’
ঋণের টাকার চাপে গৃহবধূর আত্মহত্যা
তত্ত্বাবধায়ক সরকার নিয়োগে বিএনপির নতুন প্রস্তাব
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা