আফ্রিদির বেফাঁস মন্তব্যে সরব ক্রিকেটপাড়া

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৫ জুলাই ২০২০, ১৪:৪৭
অ- অ+

করোনা থেকে সুস্থ হয়ে ফের খবরের শিরোনাম হলেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক শহীদ আফ্রিদি। তার বিতর্কিত মন্তব্যে শোরগোল চলছে ক্রিকেট মহলে। পাক অলরাউন্ডার বলেছেন, একসময় পাকিস্তান ভারতকে ক্রিকেটে এত বেশি হারাত যে ভারতীয়রা নাকি পাকিস্তানি ক্রিকেটারদের কাছে রীতিমতো মাফ চাইত!

দুই দলের ক্রিকেটীয় যুদ্ধের ক্ষেত্রে পরিসংখ্যানে এগিয়ে পাকিস্তানই। এখনও পর্যন্ত দুই দেশের মধ্যে হওয়া ৫৯ টেস্টের ১২টিতে জিতেছে পাকিস্তান। ভারত জিতেছে নয়টিতে। এক দিনের ক্রিকেটে দুই দলের মধ্যে ফারাক অনেক বেশি। পাকিস্তান মুখোমুখি সাক্ষাতে জিতেছে ৭৩ বার, ভারত জিতেছে ৫৫ বার। একমাত্র টি-টোয়েন্টি ফরম্যাটে এগিয়ে রয়েছে ভারত। দুই দলের মধ্যে হওয়া আটটি ম্যাচের মধ্যে ছয়টিতেই জিতেছে ভারত।

ইউটিউবে এক সাক্ষাৎকারে আফ্রিদি বলেছেন, ‘আমরা তো বহু বার হারিয়েছি ভারতকে। আমরা এত হারিয়েছি ওদের যে, ম্যাচের পর ওরা দয়া ভিক্ষা চাইত।’

আফ্রিদি অবশ্য ভারতীয় ক্রিকেটপ্রেমীদের থেকে পাওয়া ভালবাসার কথা স্বীকার করেছেন। বলেছেন, ‘ভারতীয় সমর্থকদের থেকে সবচেয়ে বেশি ভালবাসা পাওয়ার কথা বলেছিলাম ২০১৬ সালে। সেই মন্তব্যে এখনও অনড় রয়েছি। কোনও কিছু বিশ্বাস করলে সেটাই বলি। ভুল বললে পরে তা মেনে নিই। ২০১৬ সালে যখন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে গিয়েছিলাম তখন পরিস্থিতি অন্য রকম ছিল। ভারতে আমাদের আসতে দেওয়া হবে কি না তা নিয়ে অনিশ্চয়তা ছিল। শুধু পাকিস্তানের অধিনায়ক হিসেবেই ভারতে যাইনি, পাকিস্তানের দূত হিসেবেও গিয়েছিলাম। সেই মতো সামলাতে হয়েছিল পরিস্থিতি।’

তিনি আরও বলেছেন, ‘ভারত ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতেই বেশি মজা পেতাম। কারণ, চাপ বেশি থাকত। ওরা ভাল দল, বড় দল। ওদের দেশে গিয়ে ভাল খেলা সহজ নয়।’

(ঢাকাটাইমস/০৫ জুলাই/এআইএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
টঙ্গীতে মোবাইল ছিনতাই করতে গিয়ে গার্মেন্টস শ্রমিক মাহফুজকে হত্যা
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে Industry Academia Collaboration Summit-2025 শুরু
নির্বাচনি প্রতীক: নৌকা বাদ ও শাপলা তালিকাভুক্ত করার দাবি এনসিপি’র
কুষ্টিয়া পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীদের ফটকে ময়লা ফেলে কর্মবিরতি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা