মেসি মাঠে নামলেই ম্যাজিক!

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৬ জুলাই ২০২০, ১৬:৩৬| আপডেট : ০৬ জুলাই ২০২০, ১৬:৪৭
অ- অ+

লা লিগায় পরপর দুই ম্যাচ ড্রয়ের পর অবশেষে জয়ে ফিরল বার্সেলোনা। বার্সেলোনার বড় জয়ে ফের মেসির নজির। লা লিগায় এক মৌসুমে ১৯টি গোলের অ্যাসিস্ট করে নতুন রেকর্ড করলেন এলএমটেন। নিজেই নিজের রেকর্ড ভাঙলেন বার্সার আর্জেন্টাইন সুপারস্টার।

রবিবার রাতে গ্রিজম্যানকে দিয়ে গোল করিয়ে রেকর্ড বুকে নিজের নাম তুলে নেন লিও মেসি। মেসির রেকর্ডের ম্যাচে বড় জয় পায় বার্সেলোনা। আওয়ে ম্যাচে ভিয়ারিয়ালকে ৪-১ গোলে হারায় বার্সা। নিজে গোল না পেলেও বার্সেলোনার জয়ে জোড়া অ্যাসিস্ট করেন এলএমটেন। দ্বিতীয়ার্ধে অবশ্য অফসাইডের কারণে মেসির একটা গোল বাতিল হয়ে যায়। বার্সার হয়ে গোলগুলি করেন লুইস সুয়ারেজ, গ্রিজম্যান আর আনসু ফাতি, আর একটা গোল আত্মঘাতী।

জিতলেও লিগ শীর্ষে থাকা রিয়ালের থেকে এখনও ৪ পয়েন্টে পিছিয়ে বার্সেলোনা। অ্যাথলেটিক বিলবাওকে ১-০ গোলে হারিয়ে লা লিগা খেতাবের পথে আরও একধাপ এগিয়ে গিয়েছে জিদানের দল। ৭৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করে রিয়ালকে ৩ পয়েন্ট এনে দেন তারকা ডিফেন্ডার সার্জিও রামোস।

দুই দলেরই বাকি চার ম্যাচ। তাই খেতাবি লড়াইয়ে ফিরতে হলে জিদানের দলের পয়েন্ট নষ্টের দিকে তাকিয়ে থাকতে হবে মেসিদের।

(ঢাকাটাইমস/৬ জুলাই/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সিরাজগঞ্জে সরকারি অফিস ‘দখল করে’ জামায়াতের কার্যালয়ে
গণবিরোধিতার কারণে বিশেষ গোষ্ঠীকে দেশের মানুষ অনেক আগেই হলুদ কার্ড দেখিয়েছে: সেলিম উদ্দিন 
চিলড্রেন্স পার্টি কথাবার্তা শুনে আমাদের বিভ্রান্ত হওয়ার কারণ নেই: মির্জা আব্বাস 
খুলনায় ট্রেন-ট্রাক সংঘর্ষ, রেল যোগাযোগ বন্ধ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা