‘এতিমদের নৈতিক মানবসম্পদে পরিণত করতে হবে’

চট্টগ্রাম ব্যুরো, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৭ জুলাই ২০২০, ২০:৫৫
অ- অ+

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ.জ.ম নাছির উদ্দীন বলেছেন, এতিমদের প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নৈতিক মূল্যবোধ সম্পন্ন আদর্শবান মানবসম্পদে পরিণত করতে হবে। এতিমরাও এদেশের সম্পদ। মঙ্গলবার দুপুরে টাইগারপাস্থ চসিক সম্মেলন কক্ষে সমাজসেবা অধিদপ্তর চট্টগ্রামের আয়োজনে ক্যাপিটেশন গ্রান্টপ্রাপ্ত বেসরকারি এতিমখানায় এতিমদের আর্থিক সহায়তা প্রদানকালে এসব কথা বলেন চসিক মেয়র।

তিনি বলেন, ঐতিহ্যগতভাবে বাংলাদেশের জনগণ অবহেলিত দুস্থ এতিম শিশুদের পতিপালনের দায়িত্ব গ্রহণে বদ্ধপরিকর। বাংলাদেশের সব ধর্মীয় জনগণের এতিম শিশুদের লালন-পালনের জন্য বেসরকারিভাবে এতিমখানা পরিচালনা করে আসছে।

সিটি মেয়র বলেন, বেসরকারি এসব এতিমখানা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সমাজসেবা অধিদপ্তর থেকে সহযোগিতা দেয়া হয়। সমাজসেবা অধিদপ্তরের নিবন্ধনপ্রাপ্ত বেসরকারি এতিমখানাগুলোতে শিশুদের প্রতিপালন, শিক্ষা ও চিকিৎসার ব্যয়ের জন্য এই অনুদান দেয়া হয়ে থাকে।

তিনি বলেন, দরিদ্র এতিম শিশুদের মানবসম্পদে পরিণত করাই ক্যাপিটেশন গ্রান্ট এর প্রধান উদ্দেশ্য। সে ব্যাপারে উদ্যোগী হতে হবে এবং নজরদারি রাখতে হবে।

উল্লেখ্য, চট্টগ্রাম মহানগরীতে ১৪৯১ জন এবং উপজেলায় ছয় হাজার ৪৬৬ জন এতিমকে প্রতিমাসে দুই হাজার টাকা করে বছরে ২৪ হাজার টাকা দেয়া হয়। এই হিসাবে সর্বমোট ১৯ কোটি নয় লাখ ৬৮ টাকা দেয়া হবে। এই অনুদানের চেক সংশ্লিষ্ট এতিমখানা কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়।

সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে ক্যান্সার, কিডনি, লিভারসিরোসিস, স্ট্রোক প্যারালাইজড, জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়াসহ মোট ছয়টি রোগে আক্রান্ত রোগীদেরও আর্থিক সহায়তা দেয়া হয়। এই সহায়তা এককালীন ৫০ হাজার টাকা করে এক হাজার ২৪৪ জন রোগীকে ছয় কোটি ২২ লাখ টাকা পর্যায়ক্রমে দেয়া হবে।

এ সময় চসিক কাউন্সিলর এ এফ কবির মানিক, সিটি মেয়রের একান্ত সচিব মোহাম্মদ আবুল হাশেম, সমাজসেবা চট্টগ্রাম কার্যালয়ের উপ পরিচালক মো. শহীদুল ইসলাম, সমাজসেবা অফিসার যোবায়ের আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/৭জুলাই/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঘুষ নেয়ার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় হাইওয়ে থানার ওসিসহ ৬ জন প্রত্যাহার
আগ্নেয়াস্ত্র ব্যবহারে নতুন নীতিমালা, জানুন কী পরিবর্তন এলো
গুলিস্তানে গাড়িচাপায় ট্রাকের হেলপার নিহত
পুলিশি নিরাপত্তায় ক্যাম্পাস ত্যাগ করলেন ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা