মুন্সীগঞ্জ বিক্রমপুর সমিতি অস্ট্রিয়ার নতুন কমিটি

বৃহত্তর মুন্সীগঞ্জ বিক্রমপুর সমিতি অস্ট্রিয়ার ২০২০-২১ সালের নতুন কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে। রবিবার রাজধানী ভিয়েনার ঢাকা রেস্টুরেন্টে সমিতির সদস্যের সম্মতিক্রমে নতুন কার্যনির্বাহী কমিটির নেতাদের নাম ঘোষণা করা হয়।
এবারের কমিটিতে নবীনদের প্রাধান্য দেয়া হয়েছে। রাহাত আল ইসলাম পাভেলকে সভাপতি এবং সামির দেওয়ানকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন ফাহাদ হোসেন সহসভাপতি, রাকিবুল হক সহসাধারণ সম্পাদক, শাহ আলম খান সাংগঠনিক সম্পাদক, শাহিন শেখ কোষাধ্যক্ষ, রাসেল শেখ সাংস্কৃতিক সম্পাদক, মামুন ক্রীড়া সম্পাদক।
এছাড়াও মোহাম্মদ আলতাফ, শেখ শহীদ এবং মোহাম্মদ শহীদকে সাধারণ সদস্য হিসেবে নির্বাচিত করা হয়।
মুন্সীগঞ্জ বিক্রমপুর সমিতি অস্ট্রিয়াতে বসবাসরত মুন্সীগঞ্জের নিবাসীসহ সব প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে কাজ করে থাকে। এছাড়া প্রবাসে বাংলা সংস্কৃতি প্রসারে অগ্রণী ভূমিকা পালন করছে এই আঞ্চলিক সংগঠন।
(ঢাকাটাইমস/৯জুলাই/কেএম)

মন্তব্য করুন