জনি-জেরিনের ‘চলে যাওয়ার সময় হল’

বিনোদন প্রতিবেদক
  প্রকাশিত : ০৯ জুলাই ২০২০, ১৪:২৯
অ- অ+

নতুন একটি মিউজিক্ ভিডিওতে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন এ প্রজন্মের দুই তরুণ মডেল জনি ও জেরিন। রোমান্টিক গল্পে নির্মিত এ ভিডিওটি পরিচালনা করেছেন জুয়েল বাপ্পী। গানের কথা লেখা এবং সুর-সংগীতের কাজও তিনি করেছেন। গানটিতে কণ্ঠ দিয়েছেন দেবিকা।

নির্মাতা জুয়েল বাপ্পি জানান, ‘পূবাইলে বিলাস বাড়ির বিভিন্ন মনোরম লোকেশনে খুব ভালো ভাবেই মিউজিক ভিডিও ‘চলে যাওয়ার সময় হল’-এর দৃশ্যধারণ শেষ করেছি। গানটির কথাগুলো অনেক সুন্দর। আশা করি, মিউজিক ভিডিওটি দর্শকদের ভালো লাগবে।’

মডেল ও অভিনেত্রী জেরিন বলেন, ‘পরিচালক জুয়েল বাপ্পি ভাই ও মডেল জনির সঙ্গে প্রথম কাজ করলাম। গানের গল্পের রসায়নটা খুবই ভালো ছিল। বাপ্পি ভাই কাজটা ধরে ধরে করার চেষ্টা করেছেন। আমিও মিউজিক ভিডিওটিতে নিজেকে ভিন্ন ভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি।’

মডেল জনি বলেন, পরিচালক জুয়েল বাপ্পি খুব ভালো কাজ করেন। অন্যদিকে জেরিনের সঙ্গে প্রথমবার কাজ করে ভালো লেগেছে। আাশা করি, মিউজিক ভিডিওটি সবাই পছন্দ করবেন।’

নির্মাতা সূত্রে জানা গেছে, মিউজিক্ ভিডিওটি খুব শিগগির ডিজিটাল সি ডি মিউজিক ড্রামার ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হবে।

ঢাকাটাইমস/০৯জুলাই/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যত ত্যাগী নেতাই হোক, অন্যায় করলে বিএনপির কাউকে ছাড় দেওয়া হবে না: তেনজিং 
ব্রাহ্মণবাড়িয়ায় শাপলা তুলতে গিয়ে ভাই-বোনের মৃত্যু 
রাঙ্গুনিয়ায় মডেল মসজিদ উদ্ধোধন করলেন ধর্ম উপদেষ্টা 
আমার ভাইয়ের হত্যার বিচার এখনো পাই নাই: রমজান আলী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা