আইপিএলের জন্য ক্রিকেটারদের তৈরি থাকতে বলল অস্ট্রেলিয়া

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৯ জুলাই ২০২০, ১৭:৪০

সেপ্টেম্বরে ইংল্যান্ড সফরে যাবে অস্ট্রেলিয়া। তারপর আইপিএল খেলার জন্য মানসিক প্রস্তুতি নিতে ক্রিকেটারদের বলেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। এমনই খবর মিলেছে বেশ কয়েকটি সূত্র থেকে। যাতে পরিষ্কার, বছরের শেষে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ হওয়ার সম্ভাবনা কার্যত নেই। বরং সেই সময় আইপিএল হওয়ার সম্ভাবনা উজ্জ্বল।

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড অর্নিদিষ্টকালের জন্য পিছিয়ে দিয়েছে আইপিএল। বোর্ড আইপিএল আয়োজনে আগ্রহী। কিন্তু, টি-টোয়েন্টি বিশ্বকাপ হওয়ার ব্যাপারে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল এখনও কোনও সিদ্ধান্ত না নেওয়ায় আইপিএল নিয়েও সিদ্ধান্ত আটকে রয়েছে। এই পরিস্থিতিতে অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের আইপিএলের জন্য তৈরি থাকতে বলার মধ্যে ইঙ্গিত পরিষ্কার যে, আইপিএল সম্ভবত হচ্ছেই।

অস্ট্রেলিয়ার কোচ জাস্টিন ল্যাঙ্গার আবার সাফ বলেছেন যে, বিশ্বক্রিকেটের স্বাস্থ্যের খাতিরেই সেপ্টেম্বরে ইংল্যান্ডে যাওয়া উচিত অজিদের। তিনি বলেছেন, ‘চ্যালেঞ্জ থাকবেই। তবে তা মোকাবিলাও করতে হবে। বিশ্বক্রিকেটের স্বার্থেই এটা দরকার। একই কারণে আমরা চাই ভারত আমাদের দেশে সফরে আসুক।’

বছরের শেষে ভারত যাতে অস্ট্রেলিয়ায় আসে, তার জন্য ‘গুডউইল জেস্টার’ হিসেবে আইপিএলে পাঠানো দরকার অজি ক্রিকেটারদের, মনে করছেন ল্যাঙ্গার। তিনি বলেছেন, ‘প্রত্যেক দিনই কিন্তু আইপিএল নিয়ে নতুন নতুন খবর কানে আসছে। তাই এটা নিয়ে পরিষ্কার কিছু জানলে তবেই তা ঘরোয়া মৌসুমকে প্রভাবিত করছে কিনা বুঝতে পারব। জানতে পারব এটার ক্ষেত্রে কোয়রান্টিনের ব্যাপার কেমন। অনেক কিছু ভাবতে হবে।’

(ঢাকাটাইমস/৯ জুলাই/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :