পিএসএলের দর্শকদের টিকিটের টাকা ফিরিয়ে দিচ্ছে পিসিবি

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১০ জুলাই ২০২০, ১৭:২৪
অ- অ+

প্রাণঘাতি করোনাভাইরাসের কারণে শেষ না হয়েই স্থগিত হয়ে যায় পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। দুটি সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচ বাকি ছিল। তবে লিগ পর্বের শেষ দিকে কিছু ম্যাচও হয়েছে রুদ্ধদার স্টেডিয়ামে। কিন্তু রুদ্ধদ্বার স্টেডিয়ামে হওয়া ম্যাচগুলো ও নকআউট পর্বের ম্যাচগুলোর টিকিট অগ্রিম কিনেছিলেন দর্শকরা। সেইসব ম্যাচের টিকিটের টাকা ফেরত দেয়ার সিদ্বান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

পিসিবির পক্ষ থেকে এমন তথ্যই দেয়া হয়েছে বলে পাকিস্তানের একটি স্থানীয় পত্রিকা প্রতিবেদন প্রকাশ করেছে। তারা জানায়, গেল মার্চে পিএসএল স্থগিত হয়। কিন্তু অনলাইনে দর্শকরা লিগ ও নকআউট পর্বের ম্যাচগুলোর টিকিট কিনেছিল। টুর্নামেন্ট স্থগিত হয়ে যাওয়ায়, নকআউট পর্বের খেলার অনুষ্ঠিত হয়নি। আর লিগ পর্বের শেষদিকে কিছু ম্যাচও মাঠে গিয়ে দেখতে পারেনি দর্শকরা। তাই তাদের টাকা ফেরতে দেয়ার সিদ্বান্ত নিয়েছে পিসিবি।

আগামী সপ্তাহ থেকে দুই ধাপে বিক্রি হওয়া টিকিটগুলোর টাকা ফেরত দেয়া হবে বলে জানায় পিসিবি। প্রথম ধাপে রুদ্ধদার স্টেডিয়ামে হওয়া লিগ পর্বের ম্যাচগুলোর টিকিটের টাকা ফেরত দেয়া হবে। আর দ্বিতীয় ধাপে ফেরত দেয়া হবে নকআউট পর্বের বিক্রি হওয়া টিকিটের টাকা।

টিকিট ক্রয় করা দর্শকদের যথাযথ কাগজপত্র দেখিয়ে টাকা ফেরত নিতে হবে।

(ঢাকাটাইমস/১০ জুলাই/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ছাগলনাইয়ায় ৪ বিজিবির উদ্যোগে বন্যার্তদের মাঝে রান্না করা খাবার বিতরণ
পুলিশ হেফাজতে বিষপান করা নারী ঢামেকে মারা গেছেন, দায়িত্বে অবহেলায় তিন পুলিশ বরখাস্ত
ফেনীতে বন্যার পানি একদিকে নামছে, অন্যদিকে বাড়ছে
কুমিল্লা কোটবাড়ি বিশ্বরোডে স্থাপন করা হবে ‘প্রতিরোধ মিনার’ 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা