সাকিবের পর হোল্ডার

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১০ জুলাই ২০২০, ১৯:৩৫
অ- অ+

করোনাভাইরাসের কারণে দীর্ঘ ১১৬ দিন বিরতির পর গত ৮ জুলাই সাউদাম্পটনে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট দিয়ে ক্রিকেট ফিরল নিজের রুপে। গতকাল (বৃহস্পতিবার) ম্যাচের দ্বিতীয় দিনই বিরল রেকর্ডের মালিক হলেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক ও পেসার জেসন হোল্ডার। ২০ ওভারে ৪২ রানে ৬ উইকেট শিকার করেছেন হোল্ডার। এর মাধ্যমে কোনো অধিনায়ক হিসেবে ইংল্যান্ডের মাটিতে ১০ বছর পর ইনিংসে পাঁচ বা ততোধিক উইকেট শিকারের কীর্তি গড়লেন তিনি।

২০১০ সালে ওল্ড ট্র্যাফোর্ডে ১২১ রানে ৫ উইকেট নিয়েছিলেন বাংলাদেশ দলের তৎকালনি অধিনায়ক সাকিব আল হাসান।

আর সপ্তম সফরকারী অধিনায়ক হিসেবে ইংল্যান্ডের মাটিতে পাঁচ বা ততোধিক উইকেট শিকারী হিসেবে নাম তুললেন হোল্ডার। সব মিলিয়ে এই কীর্তি গড়েছেন ১২ জন অধিনায়ক।

হোল্ডারের আগে ওয়েস্ট ইন্ডিজের পক্ষে ইনিংসে পাঁচ বা ততোধিক উইকেট শিকারের কীর্তি গড়েছিলেন সর্বকালের সেরা অলরাউন্ডার বলে বিবেচিত স্যার গ্যারি সোবার্স। তবে দুবার ১৯৬৬ ও ১৯৬৯ সালে হেডিংলিতেই দুবার ইনিংসে পাঁচ বা ততোধিক উইকেট শিকার করেছিলেন সোবার্স।

তবে সোবার্সকে এবার ছাড়িয়ে গেলেন হোল্ডার। ঐ দুবার সোবার্স ৪২ রানে ৫ উইকেট ও আরেকবার ৪১ রানে ৫ উইকেট শিকার করেছিলেন। এবার ৬ উইকেট নিয়ে সোবার্সকে পেছনে ফেললেন হোল্ডার।

ইংল্যান্ডের মাটিতে অধিনায়ক হিসেবে সেরা বোলিং ফিগার পাকিস্তানের ইমরান খানের। ১৯৮৭ সালে হেডিংলিতে ৪০ রানে ৭ উইকেট নিয়েছিলেন তিনি।

হোল্ডারের দুর্দান্ত বোলিংএ প্রথম ইনিংসে ২০৪ রানে অলআউট হয় ইংল্যান্ড।

(ঢাকাটাইমস/১০ জুলাই/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ড. ফয়জুল হককে বিএনপি থেকে বহিষ্কার
অতিরিক্ত সচিব আরিফুজ্জামানসহ ৩ জনকে ওএসডি
যশোরে পূর্ব শত্রুতার জেরে যুবক খুন 
স্ট্যান্ডার্ড ব্যাংকের অর্ধ বার্ষিক বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা