অ্যাপল স্টোর থেকে সরল ৪ হাজার ৫০০ চীনা গেমস

তথ‌্যপ্রযু‌ক্তি ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১০ জুলাই ২০২০, ২১:৩৫| আপডেট : ১০ জুলাই ২০২০, ২১:৪৪
অ- অ+

চীনের নতুন ইন্টারনেট পলিসির চাপে সে দেশের অ্যাপল স্টোর থেকে ৪,৫০০ গেমস সরিয়ে ফেলতে বাধ্য হল মার্কিন প্রযুক্তি সংস্থা অ্যাপল। ফলে আর্থিক ক্ষতির মুখে পড়তে পারে এই মার্কিন প্রযুক্তি সংস্থা।

চীনে অ্যাপল স্টোরে প্রায় ৬০ হাজার গেমস রয়েছে। এর মধ্যে জুলাই মাসের ১ থেকে ৩ তারিখের মধ্যে প্রায় ৪,৫০০ গেমস সরিয়ে ফেলতে বাধ্য হয়েছে অ্যাপল। এর জন্য দায়ী চীনের নতুন ইন্টারনেট পলিসি। এই নতুন চীনা নীতি অনুযায়ী, অ্যাপল স্টোরে কোনও গেম বা তার আপডেট আপলোডের আগে সে দেশের প্রশাসনের থেকে অনুমোদন নিতে হবে। নিয়মের সমস্ত ধাপ পেরিয়ে এই অনুমোদন পেতে মোটামুটি ৬ মাস থেকে এক বছর পর্যন্ত সময় লেগে যাবে। ফলে সমস্যায় পড়বেন গেম ডেভেলপার সংস্থাগুলো। শুধু তাই নয়, আর্থিক ক্ষতির মুখে পড়তে হতে পারে অ্যাপলকেও। কারণ, চীনা বাজার থেকে অ্যাপল স্টোরের বার্ষিক আয় প্রায় ১৫.৪ বিলিয়ন ডলার।

নতুন চীনা নিয়মের চাপে অ্যাপল স্টোর থেকে ১ জুলাই ১,৫৭১টি গেমস, ২ জুলাই ১,৮০৫টি গেমস এবং ৩ জুলাই ১২৭৬টি গেম সরিয়ে ফেলতে বাধ্য হয়েছে অ্যাপল। নিয়ম অনুযায়ী প্রতি বছর দেড় হাজারের বেশি গেমসকে লাইসেন্স অনুমোদন দেবে না চীনা প্রশাসন। ফলে নিয়ম মেনে অ্যাপল স্টোরে ফিরে আসতে এখন দীর্ঘ অপেক্ষায় থাকতে হবে গেম ডেভেলপার সংস্থাগু‌লোকে।

চীনের নতুন ইন্টারনেট পলিসির ফলে সমস্যায় পড়তে পারে আরও ২০ হাজার গেম। ফলে সমস্যা বাড়তে পারে মার্কিন প্রযুক্তি সংস্থা অ্যাপলেরও।

(ঢাকাটাইমস/১০ জুলাই/আরজেড/এজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বৈষম্যবিরোধী ও এনসিপির আন্দোলনের মুখে পটিয়া থানার ওসি প্রত্যাহার
বাংলামোটরে এনসিপির জুলাই চিত্র প্রদর্শনীর গাড়িতে ককটেল বিস্ফোরণ
তাড়াশে সম্পত্তি লিখে নিয়ে বাবা-মাকে বাড়িছাড়ার অভিযোগ
সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা