স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১২ জুলাই ২০২০, ২১:৪৯
অ- অ+

নওগাঁর রাণীনগর উপজেলার আতাইকুলা সরদারপাড়া গ্রামে পারিবারিক কলহের জ্বের ধরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী সামছুন নাহার (৪৫) খুন হয়েছে। এ ঘটনায় স্থানীয়রা অভিযুক্ত স্বামী সিরাজুল ইসলাম (৫৫) কে আটক করে পুলিশে সোর্পদ করেছে। রবিবার আসর নামাজের সময় উপজেলার আতাইকুলা সরদারপাড়া গ্রামে এ হত্যার ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিয়ের পর থেকে পরিবারে স্বামী-স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব চলছিল। এরই ধারাবাহিকতায় রবিবার আসর নামাজের সময় স্ত্রী সামছুন নাহার নামাজ পরার সময় স্বামী সিরাজুল ইসলাম স্ত্রীকে ছুরিকাঘাত করে। এ সময় গুরুতর আহত অবস্থায় ফেলে দৌড়ে পালিয়ে যাবার সময় স্থানীয়রা স্বামী সিরাজুলকে আটক করে। স্থানীয় লোকজন আহত সামছুন নাহারকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার সময় পথে মারা যায়। তবে কি ধরনের পারিবারিক কলহ ছিল তা তৎক্ষণাৎ জানা যায়নি।

রাণীনগর থানার ওসি জহুরুল হক জানান, নামাজরত অবস্থায় ছুরিকাঘাতের কথা শুনছি। মূলত কিভাবে ঘটনা ঘটল- তা ক্ষতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় স্বামী সিরাজুল ইসলামকে আটক করা হয়েছে। লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ ও মামলার প্রস্তুতি চলছে।

(ঢাকাটাইমস/১২জুলাই/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বৈষম্যবিরোধী ও এনসিপির আন্দোলনের মুখে পটিয়া থানার ওসি প্রত্যাহার
বাংলামোটরে এনসিপির জুলাই চিত্র প্রদর্শনীর গাড়িতে ককটেল বিস্ফোরণ
তাড়াশে সম্পত্তি লিখে নিয়ে বাবা-মাকে বাড়িছাড়ার অভিযোগ
সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা