টঙ্গীতে ২৪০ ক্যান বিয়ারসহ যুবক আটক

গাজীপুরের টঙ্গীতে বিপুল পরিমাণ বিদেশি বিয়ারসহ সাত্তার মোল্লা (৩৮) নামে এক যুবককে আটক করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। রবিবার দুপুর ১২টার দিকে টঙ্গীর চেরাগআলী সিরামিক মার্কেটের সামনে থেকে তাকে আটক করা হয়।
আটক সাত্তার মোল্লা মাদারিপুর জেলার রঘুরামপুর গ্রামের বাসিন্দা। মাদক আইনে মামলা দায়ের করে তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানায় পুলিশ।
থানার উপ-পরিদর্শক (এএসআই) রাজিব হোসেন জানান, একটি প্রাইভেটকারে করে মাদক পাচারের গোপন সংবাদে চেরাগআলী সিরামিক মার্কেটের সামনে অবস্থান নেয় পুলিশ। পরে ওই প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ২৪০ ক্যান বিয়ারসহ সাত্তার মোল্লাকে আটক কর হয়।
(ঢাককাটাইমস/১৯জুলাই/পিএল)

মন্তব্য করুন