অপহরণের এক মাস পর ভৈরবের কিশোরী উদ্ধার

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২২ জুলাই ২০২০, ২১:৩৬| আপডেট : ২২ জুলাই ২০২০, ২২:১৩
অ- অ+

কিশোরগঞ্জের ভৈরবের অপহরণকৃত কিশোরীকে সুনামগঞ্জ থেকে উদ্ধার করেছে পুলিশ। অপহরণের এক মাস পর গত মঙ্গলবার রাতে সুনামগঞ্জ জেলার তাহিরপুর থানার বাদাঘাট এলাকা থেকে অপহরণকারীসহ তাকে উদ্ধার করা হয়।

ওই কিশোরীর বাড়ি ভৈরবের নবীপুর ইউনিয়নের আগানগর গ্রামে। তাকে অপহরণকারী একই ইউনিয়নের রাধানগর গ্রামের সাগর মিয়া (২০) ।

পুলিশ জানায়, গত ২৭ জুন সকালে প্রাইভেট পড়তে যাওয়ার সময় এলাকার সোনা মিয়ার বাড়ির সামনে থেকে অপহরণ করে নিয়ে যাওয়া হয় ওই কিশোরীকে। এ ঘটনার পাঁচ দিন পর কিশোরীর বাবা ভৈরব থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করেন।

এই মামলার তদন্তকারী কর্মকর্তা থানার উপ-পরিদর্শক (এএসআই) জাহাঙ্গীর আলম জানান, সহকারী পুলিশ সুপার ভৈরব সার্কেল ও ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দিক নির্দেশনা অনুযায়ী সুনামগঞ্জের তাহিরপুর, বাদাঘাট থেকে ওই কিশোরীকে উদ্ধারসহ আসামিকে গ্রেপ্তার করা হয়। আসামিকে বুধবার সকালে কিশোরগঞ্জ জেলা আদালতে পাঠানো হয়েছে বলেও তিনি জানান।

(ঢাকাটাইমস/২২জুলাই/পিএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণায় শাহবাগে ছাত্র-জনতার উল্লাস
৩০ কার্যদিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রকাশের সিদ্ধান্ত
বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ
যুদ্ধবিরতির মধ্যেই জম্মু-কাশ্মীরে ফের বিস্ফোরণ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা