বেনাপোলে ৯ লাখ টাকা মূল্যের নিষিদ্ধ ভারতীয় ওষুধ জব্দ
বেনাপোল প্রতিনিধি, ঢাকাটাইমস
প্রকাশিত : ২২ জুলাই ২০২০, ২২:০৭

বেনাপোলের ছোট আচড়া সীমান্ত থেকে বুধবার সন্ধ্যায় ৯ লাখ টাকা মূল্যের আমদানি নিষিদ্ধ ভারতীয় ওষুধ জব্দ করেছে বিজিবি।
৪৯ বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্নেল সেলিম রেজা জানান, ভারত থেকে বিপুল পরিমাণ আমদানি নিষিদ্ধ ওষুধ পাচার হয়ে ঢাকায় যাচ্ছে এমন ধরনের গোপন সংবাদ পেয়ে বিজিবি সদস্যরা ছোট আচড়া সীমান্তে অভিযান চালিয়ে ৯ লাখ টাকা মূল্যের ভারতীয় ওষুধ জব্দ করে।
এ ব্যাপারে কাউকে আটক করা সম্ভব হয়নি। আটক ওষুধের বিষয়ে মামলা হয়েছে থানায়।
(ঢাকাটাইমস/২২জুলাই/এলএ)

মন্তব্য করুন