টাঙ্গাইলে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল
  প্রকাশিত : ২৩ জুলাই ২০২০, ২২:৩৭
অ- অ+

টাঙ্গাইলের বাসাইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জিহাদ খান (১৪) নামে এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার ফুলকী পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জিহাদ ওই এলাকার আজহার আলীর ছেলে। সে ফুলকী-ঝনঝনিয়া ফাজিল মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণির ছাত্র।

স্থানীয়রা জানান, জিহাদ নৌকাযোগে বিলের মাঝ দিয়ে বাজারে যাচ্ছিল। এসময় বিদ্যুতের তারের সঙ্গে জিহাদের হাতে থাকা বাঁশের স্পর্শ লাগে। এ ঘটনায় জিহাদ ঘটনাস্থলেই মারা যায়। পরে স্থানীয়দের সহায়তায় জিহাদের পরিবার তার লাশটি উদ্ধার করে।

ফুলকী-ঝনঝনিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাহমুদুল হাসান এ তথ্যটি নিশ্চিত করে বলেন, ‘সড়কে পানি ওঠায় জিহাদ নৌকা নিয়ে বাজারে যাচ্ছিল। এসময় বিদ্যুতের তারের সঙ্গে জিহাদের হাতে থাকা বাঁশের স্পর্শ লেগে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।’

(ঢাকাটাইমস/২৩জুলাই/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সখীপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রবাসীর মৃত্যু 
বানিয়াচংয়ে হাতকড়াসহ পালালেন আ.লীগ নেতা
ন্যায়বিচার হবে আমাদের এই রাষ্ট্রের নতুন যাত্রার প্রথম লক্ষণ: জোনায়েদ সাকি
গণঅভ্যুত্থান কোন দলীয় নয়, একটি জাতীয় বিবেকের জাগরণ: জাতীয় পার্টি 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা