করোনা উপসর্গে সাতক্ষীরায় বৃদ্ধার মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৫ জুলাই ২০২০, ১৫:৫৮| আপডেট : ২৫ জুলাই ২০২০, ১৬:১৩
অ- অ+

করোনা উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে শনিবার সকাল সোয়া ৭টায় এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। মৃতের নাম আনোয়ারা খাতুন (৭০)। তিনি সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার জহুরনগর গ্রামের আব্দুস সাত্তারের স্ত্রী।

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মানস কুমার বলেন, গত ২২ জুলাই জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে ভর্তি হন আনোয়ারা খাতুন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকাল সোয়া সাতটার দিকে তিনি মারা যান। মারা যাওয়ার পরপরই তার নমুনা সংগ্রহ করা হয়েছে।

স্বাস্থ্যবিধি মেনে তার লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে। ইতোমধ্যে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে তাদের বাড়ি লকডাউন করা হয়েছে।

এ নিয়ে সাতক্ষীরায় করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন অন্তত ৪৪ জন। আর করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন আরো ১৯ জন।

(ঢাকাটাইমস/২৫জুলাই/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জনগণই ঠিক করবেন কে কাকে লাল কার্ড দেখাবে: ডা. জাহিদ
ঘুষ নেয়ার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় হাইওয়ে থানার ওসিসহ ৬ জন প্রত্যাহার
আগ্নেয়াস্ত্র ব্যবহারে নতুন নীতিমালা, জানুন কী পরিবর্তন এলো
গুলিস্তানে গাড়িচাপায় ট্রাকের হেলপার নিহত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা