কমলগঞ্জে ৭৪ লিটার চোলাই মদসহ আটক ৫

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর চা বাগানের ডিভিশন পদ্মছড়া বাগানের বিভিন্ন চা শ্রমিকের বাড়িতে অভিযান চালিয়ে ৭৪ লিটার দেশীয় চোলাই মদসহ ৫ ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আটকরা হলেন- রামসরণ দেশওয়ারা (৩১), রাজেন তাঁতি (৪৫), বাবুলাল ভুইয়া (৫০), রাজমোহন মুন্ড (৪০) ও টুকুন মুন্ডা (৩৫)।
শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে পুলিশ সদস্যরা এ অভিযান চালায়। এসময় ৭৪ লিটার দেশীয় চোলাই মদ ও মদ বানানোর সরঞ্জামসহ তাদের আটক করা হয়।
থানার উপ-পরিদর্শক সিরাজুল ইসলাম জানান, গোপন সংবাদে শুক্রবার রাতে পদ্ধছড়া চা বাগানের বিভিন্ন বাড়িতে তল্লাশি করে ৭৪ লিটার দেশি চোলাই মদসহ তাদের আটক করা হয়। এ ব্যাপারে কমলগঞ্জ থানায় মামলা হয়েছে। শনিবার দুপুরে তাদেরকে মৌলভীবাজার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
(ঢাকাটাইমস/২৫জুলা্ই/এলএ)

মন্তব্য করুন