ভারতীয় গরু আসায় হতাশ রাজশাহীর খামারিরা

রাজশাহী ব্যুরো, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৭ জুলাই ২০২০, ১৪:২৯

কোরবানির পশুর হাটে ভারতীয় গরু আসায় কমে গেছে দেশী গরুর দাম। এতে হতাশায় আছেন রাজশাহীর খামারিরা। তারা ভারতীয় গরু আমদানি বন্ধের দাবি জানাচ্ছেন।

উত্তরাঞ্চলের সবচেয়ে বড় পশুহাট রাজশাহীর সিটিহাটে গিয়ে দেখা গেছে, কোরবানির হাটে এখন প্রচুর গরু উঠেছে। তবে ক্রেতা কম। হাটে দেশি গরুর পাশাপাশি আছে প্রচুর ভারতীয় গরুও। সেসব গরুর দাম তুলনামূলক কম। তাই দেশি গরুরও দাম পাচ্ছেন না ব্যবসায়ীরা।

খোঁজ নিয়ে জানা গেছে, রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের কয়েকটি সীমান্ত দিয়ে এসব ভারতীয় গরু আসছে।

স্থানীয় খামারিরা জানান, করোনা আর বন্যার কারণে এবার এমনিতেই পশুর দাম কম। এ অবস্থায় ভারতীয় গরু আমদানিতে দাম আরও কমছে। বাধ্য হয়ে কম দামেই বিক্রি করতে হচ্ছে। প্রতিবছর কোরবানির হাট শুরুর মাস দেড়েক আগে থেকেই দেশের বিভিন্ন এলাকার গরুর ব্যাপারিরা বাড়ি বাড়ি ঘুরে গরু কেনা শুরু করলেও এবার তাদের দেখা নেই।

সব মিলিয়ে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

রাজশাহীর তানোরের খামারি আব্দুস সালাম জানান, অন্যান্য বছর এসময় গরুর ব্যাপারিরা ঢাকার কোরবানির হাটের জন্য গরু কেনা শুরু করে দেন। কিন্তু এবার বেশিরভাগ ব্যাপারি ভয়ে গরু কিনছেন না। হাটে নিয়ে গেলেও ক্রেতারা মন মতো দাম বলছেন না। তাই বিক্রি না হওয়ায় ঠিক করেছেন, কোরবানির পরেই তিনি তার গরুগুলো বিক্রি করবেন।

রাজশাহীর সিটি বাইপাস এলাকার খামারি মালেক মিয়া বলেন, ‘বাড়িতে গরুর ব্যাপারি তো আসেই না। হাটে সাতটি গরু নিয়ে কয়েক দিন থেকে ঘুরছি। কিন্তু গরুর বাজার একেবারে কম। এ নিয়ে খুবই চিন্তায় আছি। গরুকে যে খাদ্য খাইয়ে লালন-পালন করেছি সেই দামই উঠবে না বলে মনে হচ্ছে। করোনা আর ভারতীয় গরু আসার কারণে আমাদের দুরাবস্থা।’

রাজশাহী সিটি হাটের ইজারাদার আতিকুর রহমান কালু বলেন, ‘প্রথম দিকে হাটে তো ক্রেতাই ছিল না। এখন একটু একটু করে আসছেন।’

তবে তিনি দাবি করেন, হাটে ভারতীয় গরু কিছু এলেও দেশির সংখ্যা বেশি। ক্রেতারা চেয়ে গরুর সংখ্যা অনেক বেশি। তাই দাম কম।

জেলার ভারপ্রাপ্ত প্রাণিসম্পদ কর্মকর্তা অন্তিম কুমার সরকার জানান, জেলায় গরু-মহিষ রয়েছে প্রায় এক লাখ। আর ছাগল রয়েছে ২ লাখ ২৮ হাজার। অন্যান্য পশু রয়েছে ৪২ হাজার। সব মিলে কোরবানির জন্য পশু রয়েছে মোট ৩ লাখ ৭০ হাজার। কোরবানি শেষে উদ্বৃত্ত থাকবে এক লাখ গবাদিপশু। অতিরিক্ত পশু আর করোনার কারণে দামে প্রভাব পড়েছে।

এদিকে গরু আমদানির বিষয়ে বিজিবি রাজশাহী-১ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ফেরদৌস জিয়াউদ্দিন মাহমুদ জানান, রাজশাহীতে তাদের চারটি খাটাল রয়েছে। এর মধ্যে একটি খাটাল দিয়ে ভারতীয় গরু আসছে বলে তিনি শুনেছেন। তবে চাঁপাইনবাবগঞ্জের খাটালগুলোর ব্যাপারে তার কাছে তথ্য নেই।

তিনি বলেন, ‘সরকার যদি খাটাল চালু রেখে গরু আমদানির সুযোগ দেয় তাহলে আমাদের কিছু করার নেই।’

(ঢাকাটাইমস/২৭জুলাই/পিএল)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

সুবর্ণচরে এমপিপুত্র শাবাব বিজয়ী

নড়িয়ায় নির্বাচন পরবর্তী সহিংসতা, ইউপি চেয়ারম্যানসহ আহত ৩

কুমিল্লার তিন উপজেলায় দুই নতুন মুখ, লাকসামে ইউনুসের হ্যাট্রিক

বান্দরবান সদরে আ.লীগ নেতাকে হারিয়ে বহিষ্কৃত বিএনপি নেতা কুদ্দুস বিজয়ী

ভোট দিলেন কেরানীগঞ্জের বিএনপি নেতা, ফাঁকা ছিল বেশিরভাগ কেন্দ্র

গাজীপুর সদর উপজেলা নির্বাচনে বিজয়ী হলেন যারা

ফরিদপুরে চেয়ারম্যান পদে তিন উপজেলায় যারা নির্বাচিত হলেন

হাইকোর্টের আদেশ স্থগিত: ঝিনাইদহ-১ আসনে নির্বাচনে বাধা নেই

রবীন্দ্রনাথের সৃষ্টিকর্ম বাঙালিকে আলোর পথ দেখায়: পরিকল্পনা প্রতিমন্ত্রী

কুমিল্লায় ট্রান্সফর্মার চোর চক্রের সদস্য গ্রেপ্তার

এই বিভাগের সব খবর

শিরোনাম :