বিকাশ অ্যাপে ‘বার্ড গেম’ খেলে বিদ্যানন্দের পাশে লাখেরও বেশি মানুষ

তথ্যপ্রযুক্তি প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৭ জুলাই ২০২০, ২০:২৭
অ- অ+

প্রথমবারের মত বিকাশ অ্যাপে চালু হওয়া ‘বার্ড গেম’ খেলে বিদ্যানন্দের জন্য অনুদান দিয়েছে এক লাখেরও বেশি বিকাশ গ্রাহক। ঘরবন্দি এই সময়ে খেলার বিনোদনের পাশাপাশি মানবহিতৈষী সংগঠন বিদ্যানন্দের মহৎ উদ্যোগে পাশে থাকতে গেমটি ইতোমধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে।

বার্ড গেমটি খেলে সেরা ১০ জন গ্রাহক পাবেন ১০টি আইফোন। ২১ জুলাই ২০২০ দুপুর ১২ টা থেকে ৩১ জুলাই ২০২০ রাত ১১.৫৯ পর্যন্ত ‘বার্ড গেম’ গেম খেলে সর্বোচ্চ পয়েন্ট সংগ্রহকারী ১০ জনকে আইফোন এসই হস্তান্তর করা হবে। আজ ২৭ জুলাই ২০২০ সকাল পর্যন্ত শীর্ষস্থানে থাকা গ্রাহকের সংগৃহীত পয়েন্ট ১৪ লাখ। আগামী পাঁচদিনে প্রতিযোগিতা আরো বেশি জমে উঠবে এমনটাই আশা করছেন সংশ্লিষ্টরা।

বিকাশ লোগোর ‘পাখিটা’কে ট্যাপ করে বিপদ এড়িয়ে পয়েন্ট সংগ্রহ করে এগিয়ে যাওয়ার এই মজার খেলায় প্রথম পর্যায়ে গ্রাহকের জন্য ১০টি ‘ফ্রি লাইফ’ থাকবে। খেলায় পর্যায়ক্রমে লাইফ হারালে আবার শুভেচ্ছা মূল্য এক টাকায় নতুন ১০টি লাইফ কিনতে পারছেন গ্রাহক। একবার লাইফ কেনার পরে আবার লাইফ কিনতে দুই মিনিটের একটা সর্বনিম্ন বিরতি প্রয়োজন হচ্ছে।

বিকাশ অ্যাপের মূল মেনুর ‘মোর’ অপশন থেকে অথবা ব্যানার থেকে ক্লিক করেই গেম আইকন পাচ্ছেন গ্রাহক। ট্যাপ করে পরের ধাপে গিয়েই গেম খেলা শুরু করতে পারছেন।

একজন গ্রাহক উল্লিখিত সময়ের মধ্যে যতবার ইচ্ছা ততবার গেম খেলার সুযোগ পাচ্ছেন। একবার খেলার পর যে পয়েন্ট সংগৃহীত হবে তা জমা থাকছে। ক্যাম্পেইন শেষে সবমিলিয়ে পয়েন্ট হিসাব করা হবে। পয়েন্ট তালিকার শীর্ষ দশজনের পয়েন্ট এবং নিজের অবস্থান অ্যাপেই দেখতে পাবেন গ্রাহক।

(ঢাকাটাইমস/২৭জুলাই/এজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে ৫টি সমঝোতা স্মারক ও ৩টি নোট বিনিময় স্বাক্ষর
পটুয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ রাঙ্গাবালী: প্রাকৃতিক দুর্যোগ আর নদীভাঙনে টিকে থাকা মানুষের গল্প
মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে যৌথ অভিযান, হত্যাকাণ্ডে জড়িত ৪ জনসহ গ্রেফতার ১৪
‘রাজাকার সবগুলোকে ফাঁসি দিছি, আন্দোলনকারীদেরও ছাড়ব না’
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা