এবার করোনায় আক্রান্ত ব্রাজিলের ফার্স্ট লেডি

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩১ জুলাই ২০২০, ০৯:৩৯
অ- অ+

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারোর স্ত্রী মিশেল বলসোনারো। তিনি ছাড়াও বলসোনারো সরকারের আরও এক মন্ত্রীর করোনা ধরা পড়েছে। খবর সিএনএনের।

বৃহস্পতিবার প্রেসিডেন্টের কার্যালয় থেকে ফার্স্ট লেডির করোনায় আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করা হয়।

এর আগে জুলাইয়ের গোড়ায় প্রেসিডেন্ট জাইর বলসোনারো নিজেও করোনায় আক্রান্ত হন। সম্প্রতি তিনি সুস্থ হয়ে উঠেছেন।

বিবৃতিতে জানানো হয়েছে, ফার্স্ট লেডি মিশেল বলসোনারোর কোভিড টেস্ট রিপোর্ট পজিটিভ এসেছে। তবে তার স্বাস্থ্য এখন ভালো আছে।

এর আগে বৃহস্পতিবার সকালে ব্রাজিলের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ম্যাক্রস পোন্টেস জানিয়েছেন, তিনিও করোনাভাইরাসে আক্রান্ত। এ নিয়ে বোলসোনারো সরকারের পাঁচ জন মন্ত্রী করোনায় আক্রান্ত হলেন।

বিশ্বে করোনাভাইরাসে ক্ষতিগ্রস্থের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। দেশটিতে এখন পর্যন্ত এখন পর্যন্ত ২৬ লাখ ১৩ হাজার ৭৮৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং মৃত্যু হয়েছে ৯১ হাজার ৩৭৭ জনের। আর এ পর্যন্ত ব্রাজিলে সুস্থ হয়ে উঠেছেন ১৮ লাখ ২৪ হাজার ৯৫ জন।

ঢাকা টাইমস/৩১জুলাই/একে

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাময়িক বরখাস্ত হলেন এএসপি রাজন কুমার সাহা
ডিএসসিসির মেয়র হিসেবে শপথ নিতে হাইকোর্টে রিট ইশরাকের
শেরপুরে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু
১২ ঘণ্টার মধ্যে অপসারণ করা হবে কোরবানির বর্জ্য: স্বরাষ্ট্র উপদেষ্টা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা