ধাক্কায় এক মাইক্রোবাস খাদে, অপরটি পুড়ল আগুনে

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল
  প্রকাশিত : ০১ আগস্ট ২০২০, ২০:২৬
অ- অ+

টাঙ্গাইলে দাঁড়িয়ে থাকা একটি মাইক্রোবাসকে পেছন থেকে ধাক্কা দিয়ে খাদে ফেলেছে অপর মাইক্রোবাস। এতে ধাক্কা দিতে গিয়ে পেছনের মাইক্রোবাসটিও আগুনে পুড়েছে। শনিবার সকাল সোয়া নয়টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইল সদর উপজেলার ধরুন এলাকায় এ ঘটনা ঘটে। পরে টাঙ্গাইল ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আধাঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার সফিকুল ইসলাম জানান, উত্তরবঙ্গ হতে যাত্রীবাহী মাইক্রোবাস (কুমিল্লা-চ-১১-০০৬৫) ঢাকা যাওয়ার পথে টাঙ্গাইল মহাসড়কের ধরুন নামক স্থানে দাঁড়ানো একটি মাইক্রোবাসকে (ঢাকা মেট্রো-চ-১৫-৫৯৪০) ধাক্কা দিলে পিছনের মাইক্রোবাসে আগুন ধরে যায় এবং দাঁড়ানো মাইক্রোবাস খাদে পড়ে যায়। সংবাদ পেয়ে টাঙ্গাইল ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত অগ্নিকাণ্ডস্থলে পৌঁছে প্রায় আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুই মাইক্রোবাসের সংঘর্ষে আগুনের সূত্রপাত। আগুনে কেউ হতাহত হয়নি। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।

(ঢাকাটাইমস/১আগস্ট/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণায় শাহবাগে ছাত্র-জনতার উল্লাস
৩০ কার্যদিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রকাশের সিদ্ধান্ত
বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ
যুদ্ধবিরতির মধ্যেই জম্মু-কাশ্মীরে ফের বিস্ফোরণ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা