ইউরোপিয়ান গোল্ডেন বুট ইম্মোবিলের

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০২ আগস্ট ২০২০, ১০:০৫
অ- অ+

কাজটা ছিল খুব কঠিন। বলা ভালো প্রায় অসম্ভব। চিরো ইম্মোবিলেকে ধরার জন্য আজ অন্তত চার গোল করতে হতো ক্রিশ্চিয়ানো রোনালদোকে। সেটা হলে ইউরোপিয়ান গোল্ডেন বুটের পুরস্কার ভাগাভাগি করতেন দুজন। তবে সেই সুযোগ রোনালদো আর পাচ্ছেন না। রোমার বিপক্ষে ম্যাচে স্কোয়াডেই রাখা হয়নি রোনালদোকে। যার মানে এই মৌসুমের সিরি আ এবং ইউরোপিয়ান গোল্ডেন বুট জিতেছেন ইম্মোবিলেই।

সিরি আর শেষ রাউন্ডের খেলার আগে ৩৫ গোল ছিল লাৎসিও স্ট্রাইকার ইম্মোবিলের। আগের সপ্তাহেই টপকে গিয়েছিলেন রবার্ট লেভানডফস্কির ৩৪ গোল। রোনালদোর গোল ৩১টি, শেষ ম্যাচের আগে ইম্মোবিলের গোল্ডেন বুট প্রায় নিশ্চিত হয়ে গিয়েছিল। কাগজে কলমে যে সম্ভাবনা ছিল আজ, সেটাও শেষ হয়ে গেল। জুভেন্টাস সিরি আ জিতেছে আগেই, শেষ ম্যাচের আগে তাই রোনালদোকে বিশ্রাম দেওয়া হয়েছে। সামনে চ্যাম্পিয়নস লিগ, তার আগে রোনালদো একটু বিশ্রাম নেওয়ার সুযোগ পেয়েছেন। আর তাতেই নিশ্চিত হয়েছে, সবার ওপরে থাকবেন ইম্মোবিলে।

এর আগে আরও দুইবার সিরি আর সর্বোচ্চ গোলদাতার পুরস্কার ক্যাপোক্যানোনিয়েরে জিতেছিলেন ইম্মোবিলে। প্রথমবার ২০১৩-১৪ মৌসুমে করেছিলেন ২২ গোল তুরিনের হয়ে। আর ২০১৭-১৮ মৌসুমে লাৎসিওর হয়ে করেছিলেন ২৯ গোল। তবে ইউরোপিয়ান গোল্ডেন বুট এবারই প্রথম জিতলেন ইম্মোবিলে। সিরি আ থেকে সর্বশেষ এই পুরস্কার কেউ জিতেছিলেন ২০০৬-০৭ মৌসুমে, সেবার রোমার হয়ে ২৬ গোল করেছিলেন ফ্রান্সেসকো টট্টি। সব মিলে এই পুরস্কার চালু হওয়ার পর ইতালিয়ানরা মাত্র তিনবার জিতেছেন এই পুরস্কার। ইম্মোবিলে আর টট্টি ছাড়া জিতেছেন শুধু লুকা টনি।

আরও একটা রেকর্ড অবশ্য হাতছানি দিচ্ছে ইম্মোবিলেকে। নাপোলির সঙ্গে কাল দুই গোল করলে সিরি আর এক মৌসুমের সর্বোচ্চ ৩৭ গোলের নতুন রেকর্ড করবেন। আর ৩৬ গোল করলে ছুঁয়ে ফেলবেন গঞ্জালো হিগুয়াইন ও জিনো রোসেত্তির রেকর্ড।

(ঢাকাটাইমস/০২ আগস্ট/এআইএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এনবিআরের আরও ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বরখাস্ত
প্রতিবন্ধী শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিতে শিক্ষা উপদেষ্টার আশ্বাস
তেহরিক-ই-তালেবান পাকিস্তানের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে আরও একজন গ্রেপ্তার
বনানীতে পথশিশু ধর্ষণের ঘটনায় অভিযুক্ত যুবক গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা