বাউফলে আ.লীগের দুই পক্ষের সংঘর্ষে নিহত ২

পটুয়াখালী প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০২ আগস্ট ২০২০, ২৩:২৩| আপডেট : ০৩ আগস্ট ২০২০, ০০:০৪
অ- অ+

পটুয়াখালীর বাউফলে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতির ভাইসহ দুইজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও একজন।

রবিবার রাত সাড়ে ৮টার দিকে কেশবপুর বাজারে হামলার ঘটনা ঘটে। নিহতেরা হলেন-ইশাদ হোসেন (২৫) ও রুম্মান (৩০)।

জানা গেছে, কেশবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও কলেজ অধ্যক্ষ সালাউদ্দিন পিকু এবং সাধারণ সম্পাদক ও স্থানীয় চেয়ারম্যান মহিউদ্দিন লাভলুর মধ্যে দীর্ঘদিন ধরে কোন্দল চলছিল। গত বৃহস্পতিবার দুপুরে কেশবপুর বাজারে একটি সভা নিয়ে দুই দলের মধ্যে মারপিট হয়। এতে মহিউদ্দিন লাভলুর সমর্থক রফিক আহত হন। পরে রফিকের নেতৃত্বে ১০-১৫ জনের একটি দল হামলা করে সালাউদ্দিনের পক্ষের ১০ জনকে আহত করেন। এ ঘটনায় বাদী হয়ে সালাউদ্দিনের সমর্থক ইব্রাহিম বাউফল থানায় মামলা করেন।

এ মামলার জের ধরে রবিবার রাত সাড়ে ৮টার দিকে কেশবপুর বাজারে মহিউদ্দিনের সমর্থক রফিক ও রাশেলের নেতৃত্বে ১৫-২০ জনের একটি দল সালাউদ্দিনের সমর্থক ইব্রাহিম ও রুম্মানের হাত পায়ের রগ কেটে দেয়। এসময় ইশাদকেও কুপিয়ে আহত করে। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সোয়া ৯টার দিকে ইশাদের মৃত্যু হয়। রুম্মানকে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এ বিষয়ে সালাউদ্দিন পিকু বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে মামলা করায় সাবেক বিএনপি ক্যাডার বাজারে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হাত পায়ের রগ কেটে আমার সহদরসহ দুইজনকে হত্যা করেছে।

বাউফল থানার ওসি (তদন্ত) মামুন বলেন, দুই পক্ষের সংঘর্ষে এ ঘটনা ঘটেছে। ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ঢাকাটাইমস/০২আগস্ট/ইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আইপিএল ইতিহাসে লজ্জার রেকর্ড গড়লেন আফগান লেগ স্পিনার রশিদ খান
ইরাকে পানির মজুদ ৮০ বছরে সর্বনিম্ন 
বগুড়ায় ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীকে হত্যার অভিযোগ
পূর্ণদিবস কর্মবিরতিতে প্রাথমিকের সহকারী শিক্ষকরা, ক্ষতির মুখে এক কোটির বেশি শিশু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা