‘ধোনি দেশের হয়ে শেষ ম্যাচ খেলে ফেলেছে’

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৩ আগস্ট ২০২০, ১৪:০১
অ- অ+

ভারতীয় দলের জার্সিতে মহেন্দ্র সিং ধোনিকে আর খেলতে দেখা যাবে না বলেই মনে করছেন আশিষ নেহরা। ভারতের প্রাক্তন বোলারটির ধারণা, সম্ভবত ২০১৯ বিশ্বকাপেই দেশের হয়ে শেষ ম্যাচটি খেলে ফেলেছেন প্রাক্তন অধিনায়ক।

গত বছর বিশ্বকাপের সেমি-ফাইনালে নিউজিল্যান্ডের কাছে হারের পর আর টিম ইন্ডিয়ার জার্সিতে মাঠে নামেননি ধোনি। অনেকেই মনে করছেন, সেপ্টেম্বরে আইপিএল আয়োজন হলে সেখানে দুরন্ত পারফরম্যান্স করে আবার জাতীয় দলে ফিরে আসবেন মাহি। কিন্তু নেহরা বলেছেন, ‘ধোনি যদি খেলতে চায় তবে উইকেটকিপার ব্যাটসম্যান হিসেবে সে এখনও আমার প্রথম পছন্দের তালিকায় থাকবে। তবে বাস্তবে সেটা আর হবে বলে আমার মনে হয় না। আমার ধারণা, দেশের হয়ে শেষ ম্যাচটি ইতিমধ্যে সে খেলে ফেলেছে। ও আর জাতীয় দলের হয়ে মাঠে নামবে না। দলে সুযোগ পাওয়ার ক্ষেত্রেও আইপিএল তার মাপকাঠি হতে পারে না। ধোনি অনেকদিন আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে রয়েছে। দেশের হয়ে মাহির নতুন করে দেওয়ারও কিছু নেই। তাই ওর পক্ষে উদ্দীপ্ত হওয়াটাও কঠিন। অবশ্য ধোনি অবসর নেবে কিনা এটা ওর ব্যক্তিগত সিদ্ধান্ত। আশা করি, আগামী দিনে এই প্রসঙ্গে মাহির মুখ থেকেই কিছু শুনতে পাব।’

প্রাক্তন তারকা পেসার সেই সঙ্গে যোগ করেন, ‘আইপিএলে খেললেই ধোনি জাতীয় দলে সুযোগ পেয়ে যাবে, কিংবা সে নিজে পুনরায় দেশের হয়ে মাঠে নামতে চাইবে, এমনটা ভাবার কোনও কারণ নেই।’

(ঢাকাটাইমস/০৩ আগস্ট/এআইএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাঙ্গুনিয়ার পলাতক আওয়ামী লীগ নেতা আইয়ুব গ্রেপ্তার
স্বাস্থ্যখাত এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে: ডা. রফিকুল ইসলাম
চরমোনাই পীরকে নিয়ে ফেসবুকে পোস্ট, ছাত্রদল নেতাকে হুমকি!
৮৫ দিন পর সীমান্তে নিহত যুবকের মরদেহ ফেরত দিল বিএসএফ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা