করোনা সংক্রমণে ইতালিকে ছাড়াল বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ০৬ আগস্ট ২০২০, ১৭:০০ | প্রকাশিত : ০৬ আগস্ট ২০২০, ১৬:২১
ফাইল ছবি

বাংলাদশে করোনাভাইরাসের সংক্রমণ ঘটে ইতালি থেকে। প্রথম ইতালি প্রবাসীর মধ্যে ভাইরাসটি শনাক্ত হয়। সংক্রমণের দিক থেকে সেই ইতালিকে পেছনে ফেলে দিয়েছে বাংলাদেশ।

দেশে দুই লাখ ৪৯ হাজার ৬৫১ জনের শরীরে ভাইরাসটির উপস্থিতি পাওয়া গেছে। আর ইতালিতে করোনায় সংক্রমিত ব্যক্তির সংখ্যা দুই লাখ ৪৮ হাজার ৮০৩ জন। বিশ্বে করোনা সংক্রমিত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান ১৫তম।

তবে মৃতের সংখ্যার দিক থেকে ইতালি অনেক এগিয়ে। দেশটিতে করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৫ হাজার ১৮১ জন। আর বাংলাদেশে বৃহস্পতিবার পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে তিনি হাজার ৩০৬ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে বৃহস্পতিবার দুপুরে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৩৯ জন প্রাণ হারিয়েছেন। এ নিয়ে মোট তিন হাজার ৩০৬ জন মানুষ করোনায় প্রাণ হারালেন। এ সময়ের মধ্যে নতুন শনাক্ত হয়েছেন দুই হাজার ৯৭৭ জন। এ নিয়ে মোট শনাক্ত দুই লাখ ৪৯ হাজার ৬৫১ জন। এছাড়া এ সময়ের মধ্যে সুস্থ হয়েছেন দুই হাজার ৭৪ জন।

করোনাভাইরাস সংক্রমণের দিক দিয়ে দক্ষিণ এশিয়ার সার্কভুক্ত দেশগুলোর মধ্যে ভারত ও পাকিস্তানের পরই এখন বাংলাদেশ। উৎসস্থল চীনকে ছাড়িয়েছে এ তিনটি দেশই।

(ঢাকাটাইমস/০৬আগস্ট/জেবি)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :