টাঙ্গাইলে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল
  প্রকাশিত : ০৭ আগস্ট ২০২০, ২১:৪৭
অ- অ+

টাঙ্গাইলের বাসাইলে ইঞ্জিনচালিত নৌকা চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিপন সরকার (৩৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার বিকালে বাসাইল গোবিন্দ সরকারি উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

বাসাইল পৌরসভার ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর সাজ্জাদ হোসেন আলাল এ তথ্যটি নিশ্চিত করেছেন।

শিপন বাসাইল পূর্বপাড়ার মৃত পূন্য সরকারের ছেলে। তিনি মাটি কাটার শ্রমিকের কাজ করতেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকালে শিপন মাটির কাজ শেষে ইঞ্জিনচালিত নৌকা নিয়ে ঘাটে রাখার জন্য যাচ্ছিলেন। এসময় নৌকা নিয়ে গোবিন্দ সরকারি উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় পৌঁছালে সেখানে থাকা বিদ্যুতের তারের সঙ্গে শিপনের স্পর্শ লাগে। এ ঘটনায় তিনি নৌকা থেকে পড়ে যান। এসময় নৌকায় থাকা লোকজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। সেখান থেকে তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

(ঢাকাটাইমস/৭আগস্ট/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বৃহস্পতিবার সারাদেশে বিক্ষোভের ডাক এনসিপির
রাজনৈতিক কারণে পাঠ্যবইয়ে জায়গা হয়নি শহীদ ওয়াসিমের: নাছির
ষড়যন্ত্র করে নির্বাচন আটকানো যাবে না, রাজপথেই নির্বাচন আদায় করব: সপু
দেশবাসী প্রস্তুতি নেন, গোপালগঞ্জকে আবুসাইদগঞ্জ বানাতে হবে: রাশেদ প্রধান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা