ক্যাম্প ন্যু’তে নাপোলির মুখোমুখি বার্সেলোনা

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৮ আগস্ট ২০২০, ১৪:৪৬
অ- অ+

লা লিগা হাতছাড়া। শেষ পর্বে ক্রমাগত পয়েন্ট হারিয়ে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ করে দিয়েছিলেন মেসিরাই। যে ব্যর্থতা ভুলে তাদের পাখির চোখ এখন উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে। ইউরোপ সেরার লক্ষ্য নিয়েই শনিবার ঘরের মাঠে রাউন্ড অব সিক্সটিনের ফিরতি লেগে নাপোলির বিরুদ্ধে খেলতে নামছে বার্সেলোনা।

নেপলসে আয়োজিত প্রথম লেগের ফল ১-১। ফলে অ্যাওয়ে গোলের অ্যাডভান্টেজ নিয়ে ক্যাম্প ন্যু’য়ে নামবে সেতিয়েন-ব্রিগেড। ঘরের মাঠে ম্যাচ বলেই বিশেষজ্ঞরা বার্সাকে এগিয়ে রাখছেন। চ্যাম্পিয়ন্স লিগে ক্যাম্প ন্যু’য়ে শেষ ৩৫ ম্যাচে অপরাজিত মেসিরা। পাশাপাশি ইতালিয়ান ক্লাবের বিরুদ্ধে টানা ১৫ ম্যাচে হারের মুখ দেখেনি তারা। যার মধ্যে ১২টিতে জয় পেয়েছে বার্সা।

অতীতের পরিসংখ্যানের বিচারে নিঃসন্দেহে শনিবার এগিয়ে থেকেই মাঠে নামবে বার্সা। পক্ষান্তরে, নাপোলিও খুব একটা ছন্দে নেই। সিরি’আতে লিগ টেবিলে সাত নম্বরে শেষ করেছে তারা। যদিও চলতি মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে এখনও পর্যন্ত অপরাজেয় তারা। বার্সার বিরুদ্ধে কঠিন লড়াইয়ে নামার আগে যা একমাত্র আশার আলো দেখাচ্ছে নাপোলি সমর্থকদের।

চোটের কারণে প্রথম লেগে খেলতে না পারলেও, শনিবার বার্সা আক্রমণভাগে ফিরছেন সুয়ারেজ। পাশাপাশি গ্রিজম্যান, লেঙ্গলেট, ডে জং সকলেই ফিট হয়ে দলে যোগ দিয়েছেন। ওসমান দেম্বেলেও বুধবার পুরোদমে অনুশীলন করেন। তবে রক্ষণে স্যামুয়েল উমতিতি এখনও চোটের কবলে। কার্ড সমস্যা বুস্কেটস ও ভিদালকেও পাবেন না সেতিয়েন। এদিকে, চোটের কারণে বেশ কয়েকজন ফুটবলারকে ছাড়াই দল সাজাতে হবে নাপোলি কোচ গাতুসোকে।

(ঢাকাটাইমস/০৮ আগস্ট/এআইএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দাম্পত্য কলহের জেরে যমজ ২ শিশুকে পুকুরে ফেলে হত্যা করেন মা
ইউআইইউ এলাকায় র‍্যাবের অভিযান, বিদেশি পিস্তলসহ শীর্ষ সন্ত্রাসী মোজাম্মেল গ্রেপ্তার
ভোটের মার্কা থাকছে না শাপলা, ইসির নীতিগত সিদ্ধান্ত
ফের এনসিপির কেন্দ্রীয় কার্যালয় সামনে ককটেল বিস্ফোরণ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা