নবীনগরে ভিমরুলের কামড়ে স্কুলশিক্ষিকার মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৯ আগস্ট ২০২০, ১৫:২৯| আপডেট : ০৯ আগস্ট ২০২০, ১৬:০৯
অ- অ+

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ভিমরুলের কামড়ে কামরুন্নাহার মিনা নামে এক স্কুলশিক্ষিকার মৃত্যু হয়েছে। গত শনিবার সকালে উপজেলার চেচরা গ্রামে তার বাড়ির পার্শ্ববর্তী বাগানে লেবু পাড়তে গেলে তাকে ভিমরুলে কামড় দেয়। এরপর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহত কামরুন্নাহার মিনা উপজেলার শ্যামগ্রাম ইউনিয়নের শাহবাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। তিনি বলিবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ুন কবির মাস্টারের স্ত্রী। পেশাগত জীবনে বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষিকা এবং জাতীয় পর্যায়ে দ্বিতীয় (১৯৯০ খ্রিস্টাব্দ) নির্বাচিত হয়েছিলেন তিনি। কর্মস্থলে প্রথম জানাজা শেষে তার স্বামীর বাড়ি চেচরা গ্রামে তাকে দাফন করা হয়েছে বলে জানায় স্বজনরা।

জানা গেছে, ভিমরুলের কামড়ে তিনি ব্যথার তীব্রতায় স্ট্রোক করেন। এক পর্যায়ে অজ্ঞান হয়ে গেলে স্বজনরা তাকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এদিকে প্রিয় শিক্ষিকাকে হারিয়ে শাহবাজপুর গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুকালে তিনি এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

(ঢাকাটাইমস/৯আগস্ট/পিএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পাবনায় বিএনপি-জামায়াত সংঘর্ষ: মোটরসাইকেল ও অফিস ভাঙচুর, হাসপাতালে ভর্তি ৫
বিএনপি মানবিক বাংলাদেশ গড়তে চায়: আমিনুল হক 
অভ্যুত্থানের পর সরকারের কর্তব্য ছিল শিক্ষাখাতের সংস্কারে মনোযোগ দেওয়া: সাকি
৫ রোহিঙ্গাকে বাংলাদেশে পুশ-ইন করেছে বিএসএফ 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা