নিজের ভুলেই সেদিন প্রকাশ্যে অপদস্থ হয়েছিলেন সালমান

বিনোদন ডেস্ক
  প্রকাশিত : ০৯ আগস্ট ২০২০, ১৬:৩৩
অ- অ+

বলিউড মেগাস্টার সালমান খান। বর্তমানে যার ছবি মুক্তি পেলেই তা নিমেষে একশো কোটির ক্লাবের ঢুকে পড়ে। যার কারণে তাকে বলিউডে বক্স অফিসের কিং বলেও অভিহিত করা হয়। কেরিয়ারের শুরুর দিকে সেই সালমানকেই কিনা একটা অ্যাওয়ার্ড অনুষ্ঠানে প্রকাশ্যে অপদস্থ হতে হয়েছিল। সেটা অবশ্য নিজের ভুলের করেণেই।

সালটা ১৯৮৯। ওই বছরের শেষে মুক্তি পাওয়া ‘ম্যায়নে প্যায়ার কিয়া’ছবিটির সুবাদে রাতারাতি তারকা হয়ে গিয়েছিলেন সালমান। পরের বছর অর্থাৎ, ১৯৯০ সালে একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে এই ছবির জন্য সেরা অভিনেতা বিভাগে মনোনিতও হয়েছিলেন সল্লু মিয়া।

সালমানের সঙ্গে সেবার সেরা অভিনেতা বিভাগে ‘ঈশ্বর’ ছবির জন্য অনিল কাপুর, ‘চাঁদনি’র জন্য ঋষি কাপুর, ‘রাখ’ ছবির জন্য আমির খান এবং ‘পারিন্দা’ ছবির জন্য জ্যাকি শ্রফও মনোনয়ন পেয়েছিলেন। সালমানের জন্য অনাকাঙ্ক্ষিত মুহূর্তটি এলো পুরষ্কার ঘোষণার দিনে ভরা মজলিশে।

সেদিন পুরস্কার বিতরণী অনুষ্ঠানে নিজের নাম ঘোষণা হওয়া মাত্রই আসন ছেড়ে সটান উঠে দাঁড়ান সালমান খান। ভেবেছিলেন সেরা অভিনেতার পুরস্কার নেয়ার জন্য বোধহয় তার নামটিই ডাকা হচ্ছে। তাই তিনি সোজা মঞ্চের দিকে হাঁটতে শুরু করেন। ঠিক তখনই মঞ্চ থেকে ঘোষণা করা হয়, সেরা অভিনেতা বিভাগে পুরস্কার পেয়েছেন জ্যাকি শ্রফ।

এই ঘোষণা শুনেই চমকে দাঁড়িয়ে পড়েন সালমান। নিজের ভুল বুঝতে পারেন। কিন্তু ততক্ষণে লজ্জিত এবং অপমানিত যা হওয়ার হয়ে গেছেন। সেসময় নিজের ভুল শুধরে নিতে ওখানেই দাঁড়িয়েই হাততালি দিতে থাকেন। অনুষ্ঠানে উপস্থিত সবাই বুঝতে পেরেছিলেন, সালমান ভুল করে উঠে পড়েছেন। তখন পরিস্থিতি সামাল দেয়ার জন্য সালমান বলেন, তিনি জ্যাকি শ্রফকে শুভেচ্ছা ও অভিবাদন জানানোর জন্য স্ট্যান্ডিং ওভেশন দিচ্ছিলেন।

পরবর্তীতে অবশ্য এক সাক্ষাৎকারে সেদিন করার নিজের ভুল এবং পরিস্থিতি সামাল দেয়ার কথা স্বীকার করেন সালমান। সে বছর সেরা অভিনেতা বিভাগে পুরস্কার না পেলেও ‘সেরা নবাগত অভিনেতা’ বিভাগে পুরস্কার জিতেছিলেন ভাইজান।

তবে কয়েক দশক পেরিয়ে এখন হিসাব অনেকটাই বদলে গেছে। সেদিনের সেই সালমান আজ বলিউডে ছবি সফল করানোর অন্যতম নেপথ্য কারিগর। এমমনকি, পুরস্কার বিতরণী অনুষ্ঠানের দিনও নির্ধারিত হয় সালমান কবে সময় দিতে পারবেন তার উপর। খান সাহেবের পারফরম্যান্সও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের বড় অংশ।

ঢাকাটাইমস/০৯আগস্ট/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ভালুকায় ইকোপার্কের গাছে ঝুলন্ত মরদেহ উদ্ধার
দেশে আসছে নতুন সুপারম্যান, সঙ্গে জ্যাকি চ্যানের সিনেমা
ঢাকায় বেলারুশ দূতাবাস খোলার অনুরোধ স্বরাষ্ট্র উপদেষ্টার
আরপিও সংশোধনে অষ্টম কমিশন সভা বৃহস্পতিবার, জানুন সভার আলোচ্যসূচি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা