নারী পোশাক কর্মী ধর্ষণ মামলায় একজন গ্রেপ্তার

কুমিল্লা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১০ আগস্ট ২০২০, ২১:১৮
অ- অ+

পোশাক কর্মী ধর্ষণ মামলার প্রধান আসামিকে চাঁদপুর থেকে গ্রেপ্তার করেছে কুমিল্লার র‌্যাব। রবিবার রাতে চাঁদপুর জেলার কচুয়া উপজেলার পালাখাল এলাকা থেকে আমির হোসেন (৩৬) নামে ওই আসামিকে গ্রেপ্তার করা হয়।

আমির হোসেন সুনামগঞ্জ জেলার দোয়ারা উপজেলার আলীপুর গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে। সোমবার গ্রেপ্তারের বিষয়টি এক বিজ্ঞপ্তিতে জানান কুমিল্লার র‌্যাব ১১- সিপিসি-২ এর সিনিয়র এএসআই মহিতুল ইসলাম।

তিনি জানান, গত ২৬ এবং ২৭ মে সুনামগঞ্জ জেলার দোয়ারা বাজার উপজেলার আলীপুর গ্রামের আমির হোসেন তার পরিত্যক্ত টিনশেডের বসতঘরে রেখে এক গার্মেন্টস কর্মীকে ধর্ষণ করে। ধর্ষণ শেষে আমির হোসেন (৩৬) ঘটনাস্থল থেকে দ্রুত চলে যায়। পরবর্তীতে ভুক্তভোগী গার্মেন্টসকর্মী বাদী হয়ে গত ১৩ জুলাই সুনামগঞ্জ জেলার দোয়ারা বাজার থানায় একটি ধর্ষণ মামলা করে। ঘটনার পর থেকেই আমির হোসেন পলাতক ছিল। সে বিগত কয়েকদিন ধরে চাঁদপুরের কচুয়াতে বাসা ভাড়া করে থাকত এবং দিনমজুরের কাজ করত। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষক ওই গার্মেন্টস কর্মীকে ধর্ষণের কথা স্বীকার করেন। আমির হোসেনকে গ্রেপ্তারের পর সুনামগঞ্জ জেলার দোয়ারা বাজার থানার মামলার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে।

(ঢাকাটাইমস/১০আগস্ট/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যশোরে পূর্ব শত্রুতার জেরে যুবক খুন 
স্ট্যান্ডার্ড ব্যাংকের অর্ধ বার্ষিক বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত
চাঁদা না দেওয়ায় পল্লবীতে ব্যবসাপ্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা, গুলিবিদ্ধ একজন
খুশি কম্পোজি-কমিউনিটি ব্যাংক ইনভেস্টমেন্টের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা