কুমিল্লায় ছুরিকাঘাতে যুবক হত্যা, আটক ২

কুমিল্লা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৫ আগস্ট ২০২০, ১৩:০৭

কুমিল্লায় প্রকাশ্যে ছুরিকাঘাত করে রাজিব হাসান (২৫) নামে এক যুবককে হত্যা করা হয়েছে। স্থানীয়দের দাবি, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পলাশ, রকি ও অখির নামে তিন যুবক তাকে ছুরিকাঘাত করে। শুক্রবার রাত ১০টার দিকে নগরীর ডিগাম্বরীতলা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ।

নিহত রাজিব হাসান নগরীর বজ্রপুর এলাকার শাহীনের ছেলে। তিনি একজন স্যানিটারি মিস্ত্রি ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, বজ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিপরীতে ডিগাম্বরীতলা এলাকায় পলাশ, রকি ও অখির সঙ্গে রিয়াদ নামে এক যুবকের ঝগড়া হয়। পরে রিয়াদের পক্ষে অবস্থান নিয়ে বিষয়টি সমাধানের চেষ্টা করেন রাজিব। এক পর্যায়ে রাজিবকে প্রকাশ্যে ছুরিকাঘাত করে ওই তিন যুবক। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে কুমিল্লা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘাতকরা মাদক ব্যবসা ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত বলে জানায় এলাকাবাসী।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। এখন পর্যন্ত এ ঘটনায় জড়িত দুইজনকে আটক করা হয়েছে। তবে কী কারণে এ হত্যাকাণ্ড হয়েছে, তা তদন্ত সাপেক্ষে বলা যাবে।

(ঢাকাটাইমস/১৫আগস্ট/পিএল)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :