আরও ৬৭ স্থাপনায় এডিসের লার্ভা, লক্ষাধিক টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৬ আগস্ট ২০২০, ১৮:৩১
অ- অ+

ডেঙ্গু দমনে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) চলমান বিশেষ পরিচ্ছন্নতা অভিযান বা চিরুনি অভিযানের ষষ্ঠ দিনে আরও ৬৭ স্থাপনায় এডিস মশার লার্ভা পাওয়া গেছে। এসব বসত বাড়ি, অফিস ও নানা স্থাপনায় এডিসের লার্ভা পাওয়ার কারণে এসব স্থাপনা মালিকদের লক্ষাধিক টাকা জরিমানা করা হয়েছে।

রবিবার অভিযানের ষষ্ঠ দিনে নগরির ৫৪ টি ওয়ার্ডে এক যোগে এ অভিযান পরিচালিত হয়।

এসময় ১২ হাজার ৪৯৬ টি বাড়ি, স্থাপনা, নির্মাণাধীন ভবন ও অন্যান্য স্থাপনা পরিদর্শন করে মোট ৬৭টিতে এডিস মশার লার্ভা পাওয়া গেছে। এছাড়া ৭ হাজার ৫১৩টি স্থাপনায় এডিস মশা বংশবিস্তার উপযোগী পরিবেশ পাওয়া গেছে।

বাড়ি, স্থাপনা, নির্মাণাধীন ভবন ও অন্যান্য স্থাপনায় এডিসের লার্ভা পাওয়ার কারণে ২৭টি স্থাপনা মালিককে মোট ১ লাখ ৪ হাজার ৩০০ টাকা জরিমানা করা হয়।

৮ আগস্ট থেকে শুরু হওয়া তৃতীয় পর্যায়ের চিরুনি অভিযানে রবিবার পর্যন্ত মোট ৭৮ হাজার ৩৬২টি বাড়ি, স্থাপনা, নির্মাণাধীন ভবন ইত্যাদি পরিদর্শন করে মোট ৪২৩টিতে এডিসের লার্ভা পাওয়া গেছে। এছাড়া আরও ৪৫ হাজার ৭৭৯টি স্থানে এডিসের বংশবিস্তারের উপযোগী পরিবেশ শনাক্ত করেছে নগর কর্তৃপক্ষ। এ পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মোট ৫ লাখ ৪৮ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করেছে উত্তর সিটি কর্তৃপক্ষ।

(ঢাকাটাইমস/১৬আগস্ট/কারই/ইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাজবাড়ীতে ডেকে নিয়ে যুবককে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৪
আজ সরকারি অফিস-ব্যাংক-পুঁজিবাজার খোলা
মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড
হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব গেছেন ৪৮ হাজার ৬৬১ বাংলাদেশি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা