ভূঞাপুরে ফের যমুনার পানি বৃদ্ধি

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৯ আগস্ট ২০২০, ১৫:২২

টাঙ্গাইলের ভূঞাপুরে ফের যমুনা নদীর পানি বৃদ্ধি শুরু হয়েছে। এতে উপজেলার চরাঞ্চলের অর্ধলাখ মানুষের মধ্যে চরম হতাশা বিরাজ করছে। কর্মহীন হয়ে পড়ার আশঙ্কা করছে এসব এলাকার নিম্ন আয়ের মানুষ। গবাদি পশু ও পরিবার পরিজন নিয়ে তারা আবারো নিরাপদ স্থানে যেতে শুরু করেছে। এর আগে বন্যায় নিম্নাঞ্চলের শতাধিক একর জমির বীজতলা ও সবজি বাগান নষ্ট হয়ে গেছে।

টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় যমুনার পানি ৩ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়াও ধলেশ্বরী নদীর পানি ৩ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৬৭ সেন্টিমিটার ও ঝিনাই নদীর পানি ২ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার মাত্র ১ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে বড় ধরণের বন্যার আশঙ্কা নেই।

এদিকে, বন্যার কারণে চলতি মৌসুমে উপজেলায় রোপা আমন চাষ করতে পারবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

উপজেলার কয়েড়া গ্রামের কৃষক রাশেদ বলেন, ‘বন্যার পানি কমে যা্ওয়ার সঙ্গে সঙ্গে নতুন করে বীজতলা ও সবজির বাগান করেছিলাম। আবারো পানি বৃদ্ধি পাওয়ায় বীজতলা ও সবজির বাগান নিয়ে চিন্তায় আছি।’

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন রাসেল বলেন, ‘পানি বৃদ্ধির প্রতি আমরা নজর রাখছি। বন্যায় ক্ষতিগ্রস্থ কৃষকদের তালিকা এখনো করা হয়নি। তবে সরকারি প্রণোদনা পাওয়া গেলে আমরা কৃষকদের সহযোগিতা করবো। এছাড়াও কৃষকদের উঁচু জমিতে বীজতলা চারা রোপনের পরামর্শ দিচ্ছি।’

(ঢাকাটাইমস/১৯আগস্ট/পিএল)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :