ময়মনসিংহ সিটি মেয়রকে মহানগর কৃষকলীগের অভিনন্দন

মহামান্য রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ও ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ইকরামুল হক টিটুকে সিন্ডিকেট সদস্য মনোনয়ন দেন। দুই বছরের জন্য এ মনোনয়ন পেয়েছেন তিনি।
বৃহস্পতিবার দুপুরে মেয়রের কার্যালয়ে গিয়ে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান ময়মনসিংহ মহানগর কৃষকলীগের সভাপতি এ বি সিদ্দিক।
এসময় তার সঙ্গে ছিলেন- সহসভাপতি নুর আলী তালুকদার, সাধারণ সম্পাদক আবুল হাশেম রায়হান, মহিলা বিষয়ক সম্পাদিক কাউন্সিলর শামীমা রহিম, সহসম্পাদিক ফারহানা রহমান, মাসুদ রানাসহ অন্যান্য নেতা।
মহামান্য রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মেয়র ইকরামুল হক টিটু বলেন, ‘এই সাফল্য আমার একার নয়, এই সাফল্য আপনাদের সবার।’
(ঢাকাটাইমস/২০আগস্ট/পিএল)

মন্তব্য করুন