পুরোনো রূপে ফিরল হোয়াটসঅ্যাপ

তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৩ আগস্ট ২০২০, ০৯:০৮| আপডেট : ২৩ আগস্ট ২০২০, ১১:০৮
অ- অ+

সপ্তাহখানেক আগে হোয়াটসঅ্যাপের বেটা ভার্সনের চ্যাট শেয়ার শিটে যুক্ত হয়েছিল ফেসবুক ম্যাসেঞ্জার রুম শর্টকাট। তবে নতুন ফিচার যুক্ত করার পর হোয়াটসঅ্যাপের ক্যামেরা শর্টকাট সরিয়ে দেওয়া হয়েছিল। এই পরিবর্তনে একাংশ ইউজারই বেশ বিরক্ত হয়েছিলেন। তবে এবার ইউজারদের সন্তুষ্টির জন্য সমাধান নিয়ে এসেছে ফেসবুকের মালিকানাধীন মেসেজিং অ্যাপটি। লেটেস্ট অ্যানড্রয়েড বেটা আপডেটে, চ্যাট শেয়ার শিটে ফিরে এসেছে পুরনো ক্যামেরা শর্টকাট। ফলে ইউজাররা আগের মতই নিজেদের ফটো গ্যালারি অ্যাক্সেস করতে পারবেন।

ওয়াবেটা ইনফো জানিয়েছে, লেটেস্ট ‘v2.20.198.9’ আপডেটে বিটা ইউজাররা ক্যামেরা শর্টকাটটি তো ফিরে পাবেনই, পাশাপাশি কিছু রিফ্রেশ আইকন দেখতে পাবেন। আসলে পুরনো আইকনগুলোকে সামান্য রিডিজাইন করেছে হোয়াটসঅ্যাপ। এই আপডেটটি গুগল প্লে স্টোর থেকে পর্যায়ক্রমে রোল আউট করা হবে।

ক্যামেরা শর্টকাটের জন্য ফেসবুক ম্যাসেঞ্জার রুমের শর্টকাট সরিয়ে দেয়নি হোয়াটসঅ্যাপ। এটি আগের মত ডকুমেন্ট, গ্যালারি, অডিও, লোকেশন, কন্ট্যাক্ট এবং ক্যামেরা শর্টকাটের পাশাপাশি থাকবে। স্বাভাবিকভাবেই, ক্যামেরা শর্টকাট ফিরে আসার পর হোয়াটসঅ্যাপ চ্যাট শেয়ার শিটের আকার অনেকটাই বেড়ে গিয়েছে। ফলে, এটি দেখতে কিছুটা বেখাপ্পা লাগতে পারে।

প্রসঙ্গত, এই আপডেটে কয়েকটি সমস্যার এখনও সমাধান করা হয়নি। যেমন ইউজাররা গ্রুপ চ্যাটে রিড রিসিপ্ট অপশন নিয়ে অভিযোগ করেছিলেন। তবে নতুন আপডেটে এর কোনো সুরাহা করা হয়নি। মনে করা হচ্ছে, খুব শিগগিরই আরো একটি আপডেট এনে যাবতীয় সমস্যার সমাধান নিয়ে আসবে প্রতিষ্ঠানটি।

(ঢাকাটাইমস/২৩আগস্ট/এজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ইশরাককে দ্রুত শপথ না পড়ালে বৃহত্তর আন্দোলনের সতর্কতা সালাহউদ্দিনের
জামালপুরে দুই ইটভাটা গুঁড়িয়ে দিলো প্রশাসন, জরিমানা ২ লাখ
পুলিশের এসপি পদমর্যাদার ১৭ কর্মকর্তাকে বদলি, ১০ জন পেলেন অতিরিক্ত ডিআইজির দায়িত্ব
ট্রাম্পের নতুন আইন, অন্য দেশে রেমিট্যান্স পাঠাতে লাগবে পাঁচ শতাংশ কর
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা