গোপালগঞ্জে অস্ত্রসহ গ্রেপ্তার সাত ডাকাত কারাগারে

গোপালগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৫ আগস্ট ২০২০, ১৬:৫৮

ডাকাতির প্রস্তুতিকালে গোপালগঞ্জের কাশিয়ানীতে দেশীয় আন্ত:জেলা ডাকাতদলের সাত সদস্যকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া গোল চত্ত্বর এলাকায় যাত্রীবাহী একটি বাস তল্লাশি করে তাদের গ্রেপ্তার কারা হয়।

এসময় তাদের থেকে ধারালো চাকু, মোবাইল ফোন, সীমসহ ডাকাতির কাজে ব্যবহৃত বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়। আটকদের বিরুদ্ধে মামলা করেছেন কাশিয়ানী থানার পরিদর্শক (এসআই) সজীব কুমার মণ্ডল। এরপর একইদিন দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আটক সাতজন হলেন- খুলনা জেলার খানজাহান আলী থানার গিলাতলা এলাকার বাবুল শিকদার, একই এলাকার ফরহাদ শেখ, একই জেলার লবনচরা থানার রুপসা মোল্যাপাড়া এলাকার জিহাদ তালুকদার, রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার মকিমপুর গ্রামের শরিফুল ইসলাম, বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার পুটিখালী গ্রামের কালাম শেখ ও ইলিয়াস শেখ এবং গাজীপুর জেলার টঙ্গী থানার এরশাদনগর বস্তির রায়হান।

মঙ্গলবার সকাল ১০টায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেছেন কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুর রহমান ও ভাংগা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান।

তারা জানান, খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি বাসে যাত্রীবেশে ডাকাতদলের সদস্যরা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এমন গোপন সংবাদে কাশিয়ানী থানা ও ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশের যৌথ একটি দল ভাটিয়াপাড়া গোল চত্ত্বর এলাকায় অবস্থান নেয়। ভাটিয়াপাড়া গোল চত্ত্বর এলাকায় পৌঁছালে ওই বাসটি থামানো হয়। এসময় বাস তল্লাশি করে সাত ডাকাত সদস্যকে আটক করা হয়। (ঢাকাটাইমস/২৫আগস্ট/পিএল)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

আমাদের স্বপ্নকে বাস্তবে পরিণত করেন প্রধানমন্ত্রী: অর্থ প্রতিমন্ত্রী

সাতক্ষীরায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

উপজেলা নির্বাচন: মির্জাপুরে ১২ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

চিরনিদ্রায় শায়িত পাইলট আসিম জাওয়াদ

বরিশালে মাদকসহ চার নারী-পুরুষ গ্রেপ্তার 

স্মার্ট বাংলাদেশ গঠনের লড়াইয়ে ছাত্রলীগ সর্বতোভাবে পাশে থাকবে: গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী

দিনাজপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা: আহত ২৫

উপজেলা নির্বাচন: চেয়ারম্যান প্রার্থীসহ ২৬ জনের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা

চাঁদপুরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে পুড়িয়ে হত্যা, বেনাপোলে আটক

মানিকগঞ্জে পৌঁছেছে বিমান দুর্ঘটনায় নিহত পাইলট আসিম জাওয়াদের মরদেহ

এই বিভাগের সব খবর

শিরোনাম :