বেগমগঞ্জে ইয়াবাসহ গ্রেপ্তার ২

নোয়াখালী প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৭ আগস্ট ২০২০, ১৩:২৪| আপডেট : ২৭ আগস্ট ২০২০, ১৪:২২
অ- অ+

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় মনির আহম্মদ ও জাকির হোসেন নামে দুই মাদককারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এসময় তাদের থেকে ইয়াবা ও নগদ টাকা উদ্ধার করা হয়। বুধবার রাতে বেগমগঞ্জের দক্ষিণ ফাজিলপুর বেগমগঞ্জ ফিড মিলস সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেপ্তাররা হলেন, চট্টগ্রামের ভুজপুর থানার নারায়ণহাট শেষছড়া এলাকার মনির আহম্মদ ও বেগমগঞ্জের মিরওয়ারিশপুর ৩নং ওয়ার্ডের জাকির হোসেন।

বৃহস্পতিবার সকালে এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানায় র‌্যাব-১১, সিপিসি-৩, লক্ষ্মীপুর ক্যাম্প জানায়, বুধবার রাতে বেগমগঞ্জের দক্ষিণ ফাজিলপুর বেগমগঞ্জ ফিড মিলস সংলগ্ন এলাকায় অভিযান চালায় তারা। এসময় মাদক ক্রয়-বিক্রয়কালে মনির ও জাকিরকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের শরীরে তল্লাশী চালিয়ে ৯৪০টি ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ৪ হাজার টাকা উদ্ধার করা হয়।

লক্ষ্মীপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারি পুলিশ সুপার আবু ছালেহ জানান, গ্রেপ্তাররা চট্টগ্রাম ও কক্সবাজার থেকে ইয়াবা ক্রয় করে এনে লক্ষ্মীপুর ও নোয়াখালী জেলার বিভিন্ন স্থানে বিক্রি করে। তাদের বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

(ঢাকাটাইমস/২৭আগস্ট/পিএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ইশরাককে দ্রুত শপথ না পড়ালে বৃহত্তর আন্দোলনের সতর্কতা সালাহউদ্দিনের
জামালপুরে দুই ইটভাটা গুঁড়িয়ে দিলো প্রশাসন, জরিমানা ২ লাখ
পুলিশের এসপি পদমর্যাদার ১৭ কর্মকর্তাকে বদলি, ১০ জন পেলেন অতিরিক্ত ডিআইজির দায়িত্ব
ট্রাম্পের নতুন আইন, অন্য দেশে রেমিট্যান্স পাঠাতে লাগবে পাঁচ শতাংশ কর
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা